ব্যুরো রিপোর্ট: ১৩৮.৮ মিলিমিটার বর্ষণের পর রাজধানী দিল্লি কার্যত জল থৈথৈ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এমন অবস্থায় গোটা রাজধানী জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। গত ১৩ বছরে এমন বর্ষণ দেখেনি দিল্লি।
এদিকে, বাংলার বুকেও গত কয়েক দিনের বর্ষণে একটু হলেও মুক্তি দিয়েছে ভ্যাপসা গরমের প্রভাব। ফলে স্বস্তির বর্ষণ তিলে তিলে উপভোগ করতে পেরেছে বাংলা। দেখে নেওয়া যাক আবহাওয়ার রিপোর্টে পশ্চিমবঙ্গ সহ বাংলার বিভিন্ন জায়গার পরিস্থিতি।
আবহাওয়া দফতর সূত্রে শনিবার বিকেলে জানানো হয়েছে, ২২ অগাস্ট অর্থাৎ রবিবার নাগাদ কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মধ্যভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তরের বাকি জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের প্রভাব দেখা যেতে পারে। তবে তাপমাত্রার পরিবর্তন সেভাবে হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার বিকেলে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ২৩ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
তবে বজ্রবিদ্য়ুৎ সহ হালকা এ বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই পরিস্থিতি আগামী কয়েকদিন পরির্তিত হবে না।
কলকাতার আবহাওয়ায় দেখা যাচ্ছে, আপাতত প্রবল বর্ষণের সম্ভাবনা কমষ তবে আকাশের মুখ খুব একটা ঝলমলে থাকবে না।
আকাশ আপাতত আজও মুখ ভার করে থাকবে বলে জানা গিয়েছে। দু এক পশলা বর্ষণ হতে পারে শহরের বিভিন্ন জায়গায়। তবে সর্বনিম্ন তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় সেভাবে বড় পরিবর্তন দেখা যাবে না।
আসানসোনল ২৪.৮
বাঁকুড়া ২৫
কোচবিহার ২৫.৪
দার্জিলিং ১৫.৯
দিঘা ২৭.০
জলপাইগুড়ি ২৫.২
কলকাতা ২৬.৯
মালদা ২৭.৪
সল্টলেক ২৬.৫