আবহাওয়ার খবর: সপ্তমীর পর থেকে একাদশী পর্যন্ত বাংলার আকাশের মুখ কি ভার থাকবে! একনজরে পূ্র্বাভাস

আবহাওয়ার খবর: সপ্তমীর পর থেকে একাদশী পর্যন্ত বাংলার আকাশের মুখ কি ভার থাকবে! একনজরে পূ্র্বাভাস

ব্যুরো রিপোর্ট:  একদিকে করোনাসুর অন্যদিকে বৃষ্টি-অসুর, দুই অসুরের তাণ্ডবের মাঝে ২০২১ সালে বাঙালি দুর্গাপুজোর সমারোহ শুরু করে দিয়েছে। ইতমধ্যেই পার হয়ে গিয়েছে মায়ের বধনের পালা।

এদিন সকাল থেকেই মহাসপ্তমীর আয়োজনে গঙ্গার ঘাটে ঘাটে নবত্রিকা স্নানের আয়োজন শুরু হয়েছে। এদিকে, আকাশের মুখ কেমন থাকবে তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে।

আবহাওয়া দফতর অবশ্য সেিক তেকে খুব একটা সুখবর শোনাতে পারেনি। সপ্তমী-অষ্টমী কোনও মতে ছাড় দিলেও, বৃষ্টি-অসুর দানবীয়

ফর্ম নিয়ে অষ্টমী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে বৃষ্টিস্নাত করতে প্রস্তুতি নিচ্ছে বলে খবর। একনজরে দেখে নেওয়া যাক, বাংলার কোথায় কোনদিন দুর্গাপুজোর মধ্যে বর্ষণ হবে।

উত্তরবঙ্গে সেভাবে আপাতত পুজোর প্রথমের দিকের পর্বে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই। এদিকে, ‘পুজোয় কি বৃষ্টি হবে’ ? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে

‘করোনার মাঝে এত ভিড়ে মাস্ক ছাড়া মানুষের ঘোরাফেরা’ এর আলোচনার মধ্যেই বাঙালি পার করে ফেলেছে দুর্গাপুজোর ষষ্ঠী। এদিন সকাল থেকেই দিকে দিকে রীতি মেনে সপ্তমীর ভোরে শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নানের মাধ্যমে দুর্গাপুজোর রীতি আচার।

এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায় সেভাবে কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। কেবলমাত্র পুজোর কয়েকটি দিন আপাতত বৃষ্টি থেকে ছাড় পাচ্ছে বাংলার উত্তরাংশ।

এদিকে,দক্ষিণবঙ্গের একাধিক জায়গা পুজোর মধ্যেই বৃষ্টিতে ভিজতে চলেছে বলে খবর। বর্ষণের তীব্রতা সেভাবে না বাড়লেও, হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। সপ্তমীর দিন আকাশ পরিষ্কার থাকলেও, সেভাবে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে।

এদিকে, সপ্তমীতে কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জায়গায় আর্দ্রতাজনিত সমস্যা থেকে যাবে। ফলে পুজোর মধ্যে সকালের দিকে ঠাকুর দেখতে গেলে সেখানে সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভ্যপসা গরম। তবে অষ্টমী থেকে রক্তচক্ষু নিয়ে হাজির হতে চলেছে বর্ষণ।

পুজোর শেষদিন দশমী কাটতে না কাটতেই একাদশী ও দ্বাদশীতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর সপ্তাহান্তে এবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে তা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে সেভাবে প্রভাব ফেলবে না।

সেখানের আকাশ ঝকঝকে থাকবে। উত্তরবঙ্গে বর্ষণের সম্ভাবনা সেভাবে নেই বলেই জানা গিয়েছে। এদিকে, অষ্টমীতে যে বর্ষণ হবে,তা নবমীতে আরও বাড়বে। কার্যত পুজোর মধ্যে অষ্টমী থেকে নবমী পর্যন্ত হালকা বৃষ্টির আবেশ থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এরসঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি নির্ম্নচাপ তৈরির সম্ভাবনার কথা গতকালই জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, ভারতের পশ্চিম উপকূলবর্তীপূর্ব মধ্য আরব সাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে বর্ষা গমনকালে শেষ বেলায় ফের একবার প্রকট হয়ে বর্ষণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে কর্ণাটকে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আইএমডির তরফে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *