ব্যুরো রিপোর্ট: ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। আগেই জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপের যে রেখা তৈরি হয়েছে, সেটি ঘনীভূত হতে শুরু করতেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকেই অঝোর বর্ষণের আশঙ্কা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একনজরে দেখা যাক, আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। উপকূলের ৩ জেলা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য,
বঙ্গোপসাগরে যে নয়া নিম্নচাপ তৈরি হয়েছে তারই ফলশ্রুতি এই বর্ষণ। এর ফলে দক্ষিণবঙ্গ বহুদিন ধরে যে ভ্যাপসা গরমের সঞ্চার হয়েছে, তা কমে যেতে থাকবে। ফলে দক্ষিণের বহু জেলা ভারী বৃষ্টিপাতের মধ্যে আপাতত থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কলিম্পং ও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে উত্তরের বিভিন্ন জায়গায় ধস নামতে পারে বলেও জানা যাচ্ছে।
এদিকে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা জোরাল হলেও,কলকাতায় সেভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরমের হাত থেকে সেভাবে মুক্তি এখনই নেই কলকাতাবাসীর। সারাদিন কলকাতা জুড়ে আকাশের মুখ থাকবে ভার।