ব্যুরো রিপোর্ট: স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ অগাস্টকে দেশভাগের স্মৃতি জড়িয়ে স্মরণ দিবস হিসাবে পালন করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এই দিন প্রধানমন্ত্রী একটি টুইটে এমন দিন পালনের ঘোষণা করেন।
উল্লেখ্য, রাত পোহালেই দেশ পালন করতে চলেছে স্বাধীনতার ৭৫ বছর। প্রবল ব্রিটিশের হাত থেকে দেশকে স্বাধীন কররা পরও দেশ ভাগ হওয়ার পরই স্বাধীনতা পায় ভারত। আর সেই জায়গা থেকে এই দিনটিকে বিশেষ দিবস হিসাবে পালনের বার্তা দিয়েছেন মোদী।
দেশভাগের দুঃখ কিছুতেই ভোলা যাবে না। আমাদের বহু লক্ষ ভাই বোন স্থানান্তরিত হন, বহু জন প্রাণ হারান নির্বোধ হিংসার কারণে। আমাদের আপনজনেদের সেই আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করে ১৪ অগাস্ট দেশভাগের ভয়াবহতার স্মরণ দিবস হিসাবে পালন করা হবে।
‘ এদিন একথা জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ১৪ অগাস্ট দিনটি পাকিস্তানের স্বাধীনতা দিবস। এমন দিনেই প্রধানমন্ত্রী মোদী ভারতবাসীকে দেশভাগের পরিস্থিতি স্মরণ করিয়ে দিনটিকে সেই যন্ত্রণার ইতিহাস মাথায় রেখে পালমের ডাক দিয়েছেন।
মোদী এদিনের পোস্টে লেখা হয়েছে, ‘ এই পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে আমাজের মনে করাতে থাকুকঅনৈক্য সামাজিক বিভেদের বিষকে উপড়ে ফেলা কতটা জরুরি। একাত্মের শক্তিকে আরও জোরদার করা হোক।
মানবিক সশক্তিকরণ ও সামাজিক ঐক্যকে আরও মজবুত করা হোক।’ প্রসঙ্গত, দেশভাগ ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি ভয়াবহ স্মৃতিবিজড়িত অধ্যায়। সেই অধ্যায় বারবার দেশে করুণ পরিস্থিতির সঞ্চার করেছে। যার ফলাফলে আজ পর্যন্ত ভারত ও পাকিস্তানের বুকে নানার ক্ষত রয়ে গিয়েছে। আর আজ পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী সেই ক্ষতস্থান নিয়ে দিয়েছেন বড় বার্তা।
১৯৪৭ সালে ২০০ বছরের ব্রিটিশ রাজের কঠিন মুহূর্ত কাটিয়ে ১৫ অগাস্ট স্বাধীনতা পায় ভারত। তার ঠিক একদিন আগে আসে পাকিস্তানের স্বাধীনতা।
তবে দুই দেশের ওই স্বাধীনতার নেপথ্যে রয়েছে দেশভাগের ইতিহাস। যার হাত ধরে বাংলা দ্বিধাবিভক্ত হয়। বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান হিসাবে উঠে আসে। এই পরিস্থিতিতে স্বাধীনতা পায় ভারত। আদ ১৪ অগাস্ট সেই ভয়াবহ রক্তক্ষয়ী দেশভাগের স্মৃতির কথা স্মরণ করিয়ে দেশবাসীর উদ্দেশে নিজের টুইট অ্যাকাউন্ট থেকে বড় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমনমন্ত্রী।