সোনার দাম ৯ হাজার টাকা সস্তা রেকর্ড থেকে, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে ২০ অগাস্ট দর কত

সোনার দাম ৯ হাজার টাকা সস্তা রেকর্ড থেকে, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে ২০ অগাস্ট দর কত

ব্যুরো রিপোর্ট:  সোনার দাম এদিন সপ্তাহ শেষে একটু চাঙ্গা হলেও , তা সেভাবে প্রভাব ফেলেনি আজকের সোনার দামের বাজারে। গত বছর সোনার দাম ২০২০ সালে যেভাবে ৫৬ হাজারের ঘরে ছিল, সেখান থেকে এদিন সোনার দাম ৯ হাজার টাকা কমেছে।

তবে তা বাজারে তেমন প্রভাব ফেলেনি। সোনার দাম এদিন আগের থেকে বেড়েছে যদিও ভারতের ঘরোয়া বাজারে। এদিকে, রুপোর দামেও উন্নতি দেখা গিয়েছে। একনজরে দেখা যাক সোনার দাম এখন কোনদিকে।

সোনার দাম ২০ অগাস্ট মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.১৫ শতাংশ বেড়েছে। ফলে সোনার দাম এদিন সকালে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭,২৪০ টাকায়। এদিকে, দেখা যাচ্ছে সোনার দাম হু হু করে নেমেছে বেশ কয়েকদিনে।

কয়েক দিন আগেই গত ৪ মাসের তুলনায় সোনার দাম হু হু করে পড়ে গিয়েছে। এর আগে ২০২০২ সালে অগাস্ট মাসে সোনার দাম ৫৬, ২০০ টাকার অঙ্ক ছুঁয়েছিল ।

সেই জায়গা থেকে আজ সোনার দাম ৯ হাজার টাকা কমতির দিকে গিয়েছে। এদিকে, করোনায় ডেল্টা আতঙ্কে মাঝেও যেভাবে ডলারের দাম পোক্ত জায়গা আগলে রেখেছে, তাতে রীতিমতো উদ্বেগে সোনার বাজার।

রুপোর দাম ১ কেজিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রয়েছে ৬২,১৮৬ টাকা। সোনার দামে যেমন সেভাবে বৃদ্ধি দেখা যাচ্ছে না, তেমনই সামন্য হারে রুপোর দাম বাড়লেও তা সেভাবে কার্যকরী আকারে বাড়ছে না।

স্পট গোল্ডের বাজার এদিন কার্যত ঠান্ডা। এক আউন্সে স্পট গোল্ড ৭৮০.৪৩ মার্কিন ডলার প্রতি আউন্সের মূল্য হয়েছে। রুপোর দাম ০.১ শতাংশ প্রতি আউন্সে বেড়েছে। ফলে রুপোর দাম হয়েছে, এক আউন্সে ২৩.২৫ মার্কিন ডলার।

এদিকে, এশিয়ার স্টক মার্কেট আজ বেশ ঠান্ডা। ডেল্টা ভাইরাসের রমরমা করোনা আতঙ্ককে আরও বেশি উস্কে দিয়েছে। বহু দেশের আর্থিক উন্নয়নকে কার্যত ধাক্কা দিয়েছে এই ডেল্টা হানা।

কলকাতায় পাকা সোনার দাম ১ গ্রামে ২৪ ক্যারেটে ৪৭৯০ টাকা। ১০ গ্রামে দাম হয়েছে ৪৭৯০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৪৫ টাকা, ১০ গ্রামে ৪৫৪৫০ টাকা হয়েছে কলকাতায়।

হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৬১৫ টাকা হয়েছে। ১০ গ্রামে ৪৬১৫০ টাকা হয়েছে। ১৯ অগাস্ট পাকা সোনার ২৪ ক্যারেটে দাম ১ গ্রামে ৪৮০০ টাকা, ১০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৪৮০০০ টাকা।

ক্যারেটে হয়েছে ৪৮৭১০ টাাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৪০০ টাকা, ২৪ ক্যারেটে মায়নগরীতে দাম হয়েছে ৪৭৪০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৪০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দান দিল্লিতে ৫০,৬২০ টাকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *