ব্যুরো রিপোর্ট : পেগাসাস কাণ্ড নিয়ে বুধবার সকালে বৈঠক করেছিল কংগ্রেস, আপ, সিপিআই, সিপিএম, শিবসেনা সহ ১৪টি দল।
এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তিনি প্রশ্ন করেন, জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি চালাতে ব্যবহার করা হয় পেগাসাস, কিন্তু দেশবাসীর উপর তা কেন ব্যবহার করা হল।
বৈঠক শেষে তিনি বলেন, ‘সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত। সংসদে আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে।
আমরা শুধু জানতে চাইছি, সত্যিই পেগাসাগ কেনা হয়েছিল কি না এবং তা ভারতীয়দের উপর নজরদারি চালাতে ব্যবহার করা হয়েছিল কি না।’
পাশাপাশি তিনি প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফোনে একটি অস্ত্র ঢুকিয়েছেন। দেশের বিরোধী নেতা, সাংবাদিক,
সমাজকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ওই অস্ত্র। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বিষয়টি নিয়ে কি সংসদে আলোচনা হওয়া উচিত নয়?’
অবশ্য বুধবারে বিরোধীদের এই বৈঠকে অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা থাকলেও, যোগ দেননি তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি।