ব্যুরো রিপোর্ট: বিবাদি বাগ মেট্রো স্টেশনের কাজ চলছে জোর কদমে। দ্রুত এই প্রজেক্ট এর কাজ শেষ করতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোরেল চালানো হবে।
পরের পর্যায়ে তারাতলা থেকে মমিনপুর পর্যন্ত ছুটবে ভূগর্ভস্থ মেট্রো।বিবাদীবাগ থেকে তারাতলা পর্যন্ত রেল স্টেশন গুলির নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলছে। পাশাপাশি চলছে ইলেকট্রিক ওয়ারিং-এর কাজ।
প্রাথমিক পর্যায়ের কাজ এই বছরের মধ্যেই শেষ করে ফেলা হবে বলে সূত্রের খবর।দ্রুত কাজ শেষ করে মেট্রো পরিষেবা চালু করতে তৎপর রয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে বাস্তবে হয়তো আরও কিছুদিন অতিরিক্ত সময় লাগতে পারে। তা সত্বেও অধীর আগ্রহে বেহালার অগণিত মানুষ তাকিয়ে আছেন সেই দিনটার দিকে যেদিন বেহালার বুকে মেট্রোরেল শুরু করবে তার স্বপ্নের দৌড়।