ব্যুরো রিপোর্ট: পুজোর ছুটি শেষ হলেই রাজ্যে খুলবে স্কুল। এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভাইফোঁটার পর স্কুল খোলার পরিকল্পনা থাকলেও, তা খুলবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাইফোঁটার পর খুলবে স্কুল। জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো পুজোর আগে থেকে শুরু হয়েছে স্কুলবাড়ি সংস্করণ ও পরিস্কারের কাজ।
তবে ভাইফোঁটার পর আদৌ স্কুল খুলবে কি না তা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না রাজ্যের শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘করোনা পরিস্থিতির ওপর পুরোটা নির্ভর করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
কারণ তিনিই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সব থেকে ভালো জানেন। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করেই স্কুল খোলা হবে।‘
গত প্রায় দু’বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে স্কুল। চলছে অনলাইন পঠনপাঠন। তবে তা সত্বেও পড়ুয়াদের পড়াশোনা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে বলে মত শিক্ষাবিদদের একাংশ।