ব্যুরো রিপোর্ট: করোনা পরিস্থিতিতে গত কয়েকদিনে যেভাবে মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছে ভিড়, তাতে সন্ত্রস চিকিৎসকমহল। বারবার বিশেষজ্ঞদের তরফে বলা হচ্ছে, কোনও মতেই মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার ছাড়া বাইরে ঘোরা উচিত নয়।
তবে মণ্ডপের সামনে সোশ্যাল ডিসটেন্সিংকে তুড়ি মেরে উড়িয়ে অনেকেই সেলফি তোলার ভিড়ে মত্ত হয়েছেন বলে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় করোনা সংক্রমণের পরিমাণ বাড়তে শুরু করেছে বলে দেখা গিয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই ২০০ ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, জানিয়েছে ১৩ অক্টোবর রাজ্যের করোনা রিপোর্ট। এদিকে, দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজারের নিচে। গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৯৮৭ জন ।