ডেল্টা স্ট্রেনের নয়া আতঙ্কের মাঝে আজ করোনা গ্রাফ দেশে কোথায় পৌঁছল, একনজরে পরিসংখ্যান

ডেল্টা স্ট্রেনের নয়া আতঙ্কের মাঝে আজ করোনা গ্রাফ দেশে কোথায় পৌঁছল, একনজরে পরিসংখ্যান

ব্যুরো রিপোর্ট:  করোনা ভাইরাসের জেরে দেশে গত ২৪ ঘণ্টায় যা পরিস্থিতি ছিল তার থেকে এদিন আক্রান্তের সংখ্যায় সেভাবে কমতি দেখা যায়নি। আজকের রিপোর্টেও বলা হয়েছে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৬ হাজারের ঘরে।

তবে মৃতের সংখ্যা করোনার জেরে ৫৪০ জন। এদিকে, দেশের করোনা পরিসংখ্যানের অ্যাক্টিভ কেসে বেশ কিছুটা কমতি এসেছে। যার ফলে বেড়েছে সুস্থতার হার। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ হয়েছে।

এদিকে, অগাস্ট থেকে দেশে করোনার তৃতীয় স্রোত দেশে হানা দিতে পারে এমন ঘটনার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গতকালই একটি রিপোর্টে সাফ জানানো হয় যে করোনার ডেল্টা স্ট্রেইন টিকার কোনও প্রতিরোধের দিককেই বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের মতো করে মারণ জাল বিছিয়ে চলেছে।

ফলে তার জেরেই আরও বেড়েছে আতঙ্ক। এদিকে, করোনার জেরে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি গোটা দেশে। তারই মাঝে শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা যাচ্ছে যে করোনায় মৃতের সংখ্যা ৫০০ এর বেশি হয়েছে।

এদিকে, সমীক্ষায় বলা হচ্ছে যে, করোনার ডেল্টা স্ট্রেইন টিকার দুটি পর পর ডোজের রোগ প্রতিরোধ ক্ষমতা কাটিয়ে নিজের মতো করে মারণ শক্তি সঞ্চয় করছে। যা নিঃসন্দেহে আতঙ্কের বিষয়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে , দেশে শেষ ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এই পরিসংখ্যান বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষের আশপাশে। দেশে এই মুহূর্তে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের। যে পরিসংখ্যান মোটেও সুখকর নয়।

করোনার টিকা নিয়ে ইতিমধ্যেই একাধিক তথ্য আসতে শুরু করেছে। করোনার টিকার ভিন ডোজের মিশ্রণ করোনা প্রতিরোধে দেশে বড় ভূমিকা পালন করতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বার্তা দেওয়া হয়।

তবে তা নিয়ে কার্যত অসন্তুষ্ট সিরামের কর্তা আদার পুনাওয়ালা। তাঁর দাবি , যদি টিকার ডোজের মিশ্রণ, বা প্রথমে একটি ব্র্যান্ডের টিকা পরে আরও একটি ব্র্যান্ডের চিকা নেওয়ার পর কোনও মানুষ অসুস্থ হয়ে

পড়েন, তাহলে তার দায় নেওয়ার ক্ষেত্রে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে বিভ্রান্তি ও জটিলতা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে বিষয়টি নিয়ে বিশেষভাবে অস্বস্তি প্রকাশ করেছেন সিরাম কর্তা।

করোনার জেরে রীতিমতো খারাপ পরিস্থিতি গোটা দেশে। এদিকে , করোনার এমন করুণ পরিস্থিতিতে ফের একবার ত্রাস চড়াচ্ছে কেরল। সেখানে সামনেই রয়েছে ওনম উৎসব। কেরলে ২১,১১৬ জন আক্রান্ত হয়েছেন করোনায় শেষ ২৪ ঘণ্টায়।

ওনমের আগেই সেখানে শেষ ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যুর খবর এসেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। তামিলনাড়ুতে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭০২, পশ্চিমবঙ্গে সেই তুলনায় শেষ ২৪ ঘণ্টায় আক্রন্তের সংখ্যা ৭৩১ জন।

অসমে আক্রান্ত ৭১৩ জন শেষ ২৪ ঘণ্টার নিরিখে, কর্ণাটকে ১৪৩২ জন আক্রান্ত শেষ ২৪ ঘণ্টায়। অন্ধ্রপ্রদেশে অক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ছিল ১৫০১ জন। প্রসঙ্গত, গতকাল যে রিপোরর্ট দেয়া হয় ,

তাতে বলা হয়েছে, ১৪৯ দিন বাদে ভারতে নামছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। যেখানে করোনার জেরে দেশে বর্তমানে ৩,৬৪,১২৯ সংখ্যক অ্যাক্টিভ কেসের খবর আসতে শুরু করেছে বলে গতকালের রিপোর্টে জানানো হয়।

১৯ অগাস্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্চে বলা হয়েছে শেষ ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩৯,১৫৭ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬,৪০১ জন। এদিকে, দেখা গিয়েছে দেশে করোনা টিকা নেওয়ার পরে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এমনও রোগীদের খুঁজে পাওয়া যাচ্ছে যেখানে তাঁদের একবার করোনা হওয়ার পর তিন মাস বাদে তাঁরা ভ্যাকসিন নিলেও এরপরও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, দেশের ৮৭ হাজার এমন মানুষের সন্ধান মিলেছে যেখানে তাঁরা করোনার ভ্যাকসিন নিলেও তারপর নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায় ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *