ব্যুরো রিপোর্ট: শীতকালেই পিকনিক করতে ভালনবাসেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার তেমনই আনন্দ করতে দক্ষিণ ২৪ পরগণার মাতালের ঠেস এলাকায় গিয়েছিলেন একটি বেসরকারি কারখানার বেশ কয়েকজন কর্মীরা।
তবে আনন্দ করার মাঝেই দুর্ঘটনার কবলে পড়লেন তাঁরা। রান্নার করার সময় গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে ঝলসে গেলেন পাঁচ জন।সূত্রের খবর, আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহতদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ট্রান্সফার করা হয়।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার পিকনিক করতে মাতালের ঠেস এলাকায় এসেছিলেন একটি বেসরকারি কারখানার বেশ কয়েকজন কর্মী। কিন্তু, রান্না করার সময় সিলিন্ডার ব্লাস্ট করে।