ব্যুরো রিপোর্ট: হাইভোল্টেজ লড়াই চলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তবে সকালে ভোট শুরু পরেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
অবশ্য এই অভিযোগের পাল্টা জবাবও নিজের স্বভঙ্গিমায় বিজেপি প্রার্থীকে দিয়েছেন মদন। বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থী অভিযোগ করেছিলেন, ’৭২ নম্বর ওয়ার্ডের ১২৬ নম্বর বুথে ভোট শুরু করা যায়নি। এই এলাকা মদন মিত্রের এলাকা।
তিনি বুথ দখল করতে চাইছেন।‘এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয় বিজেপির তরফে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন।অবশ্য যে সময় বিজেপি প্রার্থী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন,
সেই সময় তিনি বই পড়ছিলেন বলে জানিয়েছেন মদন মিত্র। তিনি বলেছেন, ‘প্রিয়াঙ্কা যখন অভিযোগ তুলছিলেন তখন তো আমি বাড়িতেই ছিলাম। বই পড়ছিলাম। আমার পরিবারে একজন অসুস্থ। এখনও তাই আমি বাড়িতেই।
‘পাশাপাশি তিনি প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে বলেন, ‘একুশের নির্বাচনে তিনি যত ভোটে হেরেছিলেন তার থেকে তিনগুণ বেশি ভোটে ভবানীপুরে হারবেন। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড তৈরি হয়েছে। কোথাও একটিও ভুয়ো ভোট পড়েনি।
‘পাশাপাশি মদন বলেন, ‘আমাকে মনে হয় ওঁর আমাকে খুব পছন্দ। তাই বারবার আমার নাম বলেন। সরাসরি বলতে পারেন না। তাই অভিযোগ তুলে বলেন।‘এই উপনির্বাচনের পর বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ১০ বছর আর ভোটে লড়বেন না বলে দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।