ব্যুরো রিপোর্ট: অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে বার্ষিক আয় আড়াই লক্ষের কম হলে রিটার্ন ফাইল করতে হবে না। ঘটনা তা নয়। ভারতের প্রতিটি নাগরিকের আয় সংক্রান্ত সমস্ত তথ্য আয়কর দপ্তরের কাছে থাকাটা দরকার।
তাই করযোগ্য আয়ের আওতায় না পড়লেও রিটার্ন ফাইল করতে হয়। সেক্ষেত্রে আয়কর হিসেবে আপনার থেকে কোনও টাকা কাটা হবে না।এবার জানুন ২০২০-২১ অর্থবর্ষের জন্যে কাদের আয়কর রিটার্ন ফাইল করতে হবে –
• আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় এবং বার্ষিক আয় আড়াই লক্ষের বেশি হয় তবে আপনাকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে।
• আপনার বয়স যদি ষাটোর্ধ্ব হয় এবং বার্ষিক আয় তিন লক্ষের বেশি আয় হয় তাহলে আপনাকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে।
• ৭৫ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীকে এবছর আয়কর রিটার্ন জমা দিতে হবে না। কিন্তু দেশের বাইরে যদি আপনার কোনও সম্পত্তি অথবা বিনিয়োগ থাকে, সে ক্ষেত্রে আপনার আয় করযোগ্য না হলেও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
• পেনশন এবং ব্যাঙ্কে জমা টাকার সুদের উপরে যারা নির্ভরশীল তাঁদের আর বাৎসরিক আয়কর রিটার্ন জমা দিতে হবে না। সংশ্লিষ্ট ব্যাঙ্ক তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় কর কেটে নেবে।
• আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে এই ছাড়ের সুযোগ পেতে হলে, সংশ্লিষ্ট ৭৫ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীকে তাঁর নির্দিষ্ট ব্যাঙ্কে একটি বিবরণী পেশ করতে হবে।
ঘোষণাপত্রটি জমা হওয়ার পরে, নির্দিষ্ট ব্যাঙ্কটি প্রবীণ নাগরিকের আয় গণনা করে নির্দিষ্ট পরিমাণ কর কেটে নেবে।
• ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৫ লক্ষের বেশি আয় হলে কর কাটা হবে।
চলতি বছরের বাজেটে আয়কর আইনে দুটি নয়া সেকশন, 206AB ও 206CCA যোগ করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই নীতি অনুযায়ী যাঁরা আয়কর ফাইল করবেন না,
তাঁদের অতিরিক্ত হারে টিডিএস ও টিসিএস কেটে নেওয়া হবে। এদিকে 54, 54F, 54EC ধারায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে
আয়কর ছাড় মেলে। এছাড়া 80C, 80 CCD, 80D, 80G 80TTA, 80 TTB ধারায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আয়কর ছাড় মেলে।