ব্যুরো রিপোর্ট: টিকটক ভিডিও বানিয়ে জনপ্রিয় হওয়ার জন্য সন্তানদের ভয় দেখাচ্ছেন স্ত্রী। এমনই অভিযোগ করেছেন ওই মহিলার স্বামী। ঘটনাটি ঘটেছে লন্ডনে। এই ঘটনায় ইতিমধ্যে নিজের স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন ওই ব্যক্তি।
এই বিষয় নিয়ে ওই মহিলার স্বামী বলেছেন, ‘আমার স্ত্রী টিকটক ভিডিয়ো করার নামে ছ’বছরের মেয়ে ও এক বছরের ছেলেকে ভয় দেখায়। তারা ভয় পেলে স্ত্রী হাসে।
আমি বার বার ওকে নিষেধ করেছি। কিন্তু আমার কথা শোনেনি। এমনকি রাতে আমার সন্তানদের ঘুমের মধ্যেও ভয় দেখায় আমার স্ত্রী। অনেক সহ্য করেছি। আর নয়।‘
স্ত্রীর এমন আচরণ নিয়ে তিনি ভয়ে রয়েছেন। তাই সন্তানদের সুরক্ষার কথা ভেবেই বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলার স্বামী। ওই ব্যক্তির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন নেটাগরিকদের অনেকে।