ফের জাঁকিয়ে বসল শীত, নতুন বছরের তৃতীয় দিনে অনেকটাই নামল পারদ

ফের জাঁকিয়ে বসল শীত, নতুন বছরের তৃতীয় দিনে অনেকটাই নামল পারদ

ব্যুরো রিপোর্ট:  নতুন বছরের প্রথম থেকে রাজ্যে ফের জাঁকিয়ে বসল শীত। বাংলায় প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। ফলে কলকাতা সহ অন্যান্য জেলায় ফের একবার নামতে শুরু করেছে পারদ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

আজ সারাদিন উত্তুরে হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও, সোমবার এমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস

।কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমেছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি নেমেছে পারদ। পার্বত্য তরাই ডুয়ার্সে পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে।হাওয়া অফিস সূত্রে খবর, শিলিগুড়িতে রবিবার রবিবার ১১.৯,

জলপাইগুড়িতে ১১.৮ এবং কোচবিহারে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবারও একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে পূর্বমেদিনীপুরের কাঁথিতে পারদ নেমেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। বাকি জেলা গুলিতেও ১০ ও ১১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *