ব্যুরো রিপোর্ট: কনকনে ঠান্ডায় জবুথবু শহর। আবহাওয়াবিদদের পূর্বাভাস সত্যি করেই ডিসেম্বরের ১৫ তারিখে তাপমাত্রার পারদ নামল ২ ডিগ্রি। মরশুমের শীতলতম দিন। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতেও। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হাড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু মানুষ।
পারদ পতনের এই ধারা জারি থাকবে আগামী কয়েকদিনব এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মত পারদ পতন শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যে। ১৪ ডিগ্রিতে নেমেছে কলকাতা শহরের তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি নেমেছে পারদ। শীতে জবুথবু শহর।
ভোটে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিকে। দেরী করে ঘুম ভাঙছে শহরের। আজ মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে হাওয়া অফিস। পৌষ মাস পড়তেই পারদ নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে।
আগামী কয়েকদিন এই পারদ পতনের ধারা জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। আর কোনও ঘূর্ণিঝড় বা পশ্চিমিঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হওয়ায় এক প্রকার বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার জেরেই নামছে পারদ।
দুই বঙ্গেই জাঁকিয়ে শীত পড়েছে শুক্রবার থেকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আগামী ৫ দিন এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবারের মধ্যে তাপমাত্রার পারদ আরও ২ ডিগ্রি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। শুক্রবার মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে হাওয়া অফিস।
পূর্ব এবং পশ্চিম বর্ধমানের তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে। অন্যদিকে বীরভূমের শ্রীনিকেতন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলির থেকেও তাপমাত্রার পারদ নেমেছে শ্রীনিকেতনে।
পূর্বমেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও পারদ পতন জারি রয়েছে।উত্তর বঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। তাপমাত্রার পারদ নেমেছে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও।
কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়ায় পর্যটকরা আরও বেশি করে শীত উপভোগ করতে পারছেন। সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। শীতের ছুটির সামনেই এই পারদ পতন জারি রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।