জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির ভর্তির পরীক্ষায় বসতে পারবেন মহিলারাও, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র

জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির ভর্তির পরীক্ষায় বসতে পারবেন মহিলারাও, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র

ব্যুরো রিপোর্ট:  পুরুষদের পাশাপাশি এবার মহিলারাও ভর্তি হতে পারবেন এনডিএ বা জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে। বুধাবার এমনই সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় সরকার।

জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির ভর্তির পরীক্ষায় এতদিন বসতে পারতেন না মহিলারা। বেশ কয়েকদিন আগে তা নিয়ে সুপ্রিমকোর্টে মামলাও হয়।

বুধবার কেন্দ্রে কাছে শীর্ষ আদালত জানতে চায়, ‘’ভারতীয় সেনায় মহিলা নিয়োগ হচ্ছে অথচ এনডিএর পরীক্ষায় কেন মহিলাদের বসতে নিষেধাজ্ঞা?’ মহিলাদের অধিকারের উপর কেন হস্তক্ষেপ করা হচ্ছে তা নিয়েও কেন্দ্রের কাছে জানতে চায় আদালত।

এর পর চাপের মুখে পড়েই কার্যত নিজেদের সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র। অবশ্য চলতি বছরে পরীক্ষার নেওয়ার জন্য শীর্ষ আদালত যাতে কোনও নির্দেশ না দেয় তার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্র।

পাশাপাশি জানানো হয়েছে, আগামী বছর থেকে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে ভর্তির ক্ষেত্রে মহিলাদের আলাদাভাবে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *