ব্যুরো রিপোর্ট: পুজো শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। কিন্তু তা সত্বেও কাজ মিলছে না মৃৎশিল্পী দের। তাই একরকম কর্মহীন অবস্থায় দিনযাপন করছেন তাঁরা।
গোটা বিশ্বের সঙ্গে দেড় বছর ধরে করোনাকে নিয়ে চলছে জলপাইগুড়ি। এর ফলে সব ধরনের পেশার মানুষরাই তাদের কাজ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন। বাদ পড়েনি মৃৎশিল্পী দের পেশাও।
তাই একরকম অর্ডারের অভাবে অনিষ্টতার মধ্যে দিনযাপন করছেন জলপাইগুড়ি শহরের বেশ কিছু মৃৎশিল্পীরা। তার সঙ্গে কয়েক দিনের লাগাতার বৃষ্টির ফলে ব্যবসায় ভাটা পড়েছে তাদের।
সামনেই বিশ্বকর্মা পুজো। সেই পুজোর পর আসছে দুর্গাপুজো। কোন কিছুতেই প্রতিমা গড়ার কোন মেলেনি অর্ডার। তাই চিন্তার মধ্যে রয়েছেন মৃৎশিল্পীরা।