বলিউডে গান গাওয়ার ইচ্ছা পূরণ ‘‌মানিকে মাগে হিথে’‌ কন্যার, ‘‌সিদ্দত’‌–এ গান গাইলেন ইয়োহানি

বলিউডে গান গাওয়ার ইচ্ছা পূরণ ‘‌মানিকে মাগে হিথে’‌ কন্যার, ‘‌সিদ্দত’‌–এ গান গাইলেন ইয়োহানি

ব্যুরো রিপোর্ট:  মানিকে মাগে হিথে’‌ গেয়ে রাতারাতি হিট হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার ভাইরাল কন্যা ইয়োহানি ডি’‌সিলভা। একক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন বলিউডে গান গাওয়ার তাঁর প্রবল ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছা যে এত তাড়াতাড়ি পূরণ হবে তা হয়ত তিনি ভাবতেও পারেননি।

নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল ট্র্যাকের গানটিতে শোনা যাবে সিংহলী কন্যার গলা। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে একেবারে ভিডিও সহকারে সেই গান শেয়ার করলেন ইয়োহনি। যা ইতিমধ্য়েই নেটদুনিয়ায় ভাইরাল।

এই ‘‌সিদ্দত’‌ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল। ছবিতে সানির সঙ্গে জুটি বাঁধছেন ‘ইংলিশ মিডিয়াম’ ছবি-খ্যাত অভিনেত্রী রাধিকা মদান। এই ছবিতে রয়েছে ডায়না পেন্টিও।

শোনা গিয়েছে, ইয়োহানির এই গানটি ব্যবহার করা হবে ছবির প্রোমোশনে। প্রসঙ্গত, ‘‌মানিকে মাগে হিথে’‌ গানটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ইয়োহানি ডি’‌সিলভা বেশ পরিচিত একটি মুখ।

তাঁর সিংহলী ভাষার গানেই এখন মজে রয়েছেন বাংলা থেকে বলিউডের সব তারকারা। অনেকেই আবার এই গানটির সঙ্গে অন্য গান জুড়ে ফিউশন তৈরির চেষ্টা করেছেন।উৎসবের এই মরশুমে আবা ভারতে লাইভ কনসার্ট করতে আসছেন ইয়োহানি।

ভারতের দু’‌টি জায়গায় তিনি কনসার্ট করবেন। এই কনসার্ট সম্পর্কে বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে তিনি বলেন, ‘‌এই দেশের মানুষ আমায় প্রচুর ভালোবাসা দিয়েছেন।

বলিউড তারকারা যখন আমার গানে বিভিন্ন ভিডিও বানাচ্ছিলেন, আমার গান শেয়ার করছিলেন তখন আমার খুব ভালো লাগছিল। তাই এই দুটো কনসার্ট নিয়ে খুব উচ্ছ্বসিত। আশা করি লাইভ কনসার্টে মানুষকে আনন্দ দিতে পারব।

’‌ জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন ইয়োহানি।২০১৯ সাল থেকেই ইউটিউবে ইয়োহানি গান গাইলেও ২০২১ সালে এসে তাঁর মানিকে মাগে হিথে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেল। এক গানেই হয়ে গেলেন সুপারহিট। । শুধু জনপ্রিয়তা নয়, ইয়োহানির ব্যাঙ্ক–ব্যালেন্সও বেশ ইর্ষণীয়।

তিনি ইউটিউব থেকে যা রোজগার করেন তা নাকি শীর্ঘই রেকর্ড গড়বে। তবে এই গান প্রথম মুক্তি পেয়েছিল গত বছর জুলাই মাসে, চামাথ সঙ্গীতের প্রযোজনায়। গেয়েছিলেন সতীশন ও ব্যাপার দুলান এআরএক্স।

এক বছরের মাথায় সতীশন ও ইয়োহানি এক সঙ্গে এলেন এটি গাইতে। গান প্রকাশ হওয়া মাত্র হিট। ইউটিউব পরিসংখ্যান বলছের তিন মাসে ৮.৭ কোটি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *