ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্যে দিতে হবে না কোনও পরীক্ষা, যাওয়ার দরকার নেই RTO অফিসও! রইল নয়া নিয়ম

ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্যে দিতে হবে না কোনও পরীক্ষা, যাওয়ার দরকার নেই RTO অফিসও! রইল নয়া নিয়ম

ব্যুরো রিপোর্ট:  ড্রাইভিং লাইসেন্স বানানোর ক্ষেত্রে অবশ্যই বড় খবর। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরির করার জন্যে এবার থেকে আর রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস অর্থাৎ RTO তে ঘুরতে হবে না।

কেন্দ্রীয় সরকার সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স তৈরির করার যে নিয়ম তাতে বেশ কিছু রদবদল নিয়ে এসেছে। শুধু তাই নয়, আরও সুবিধা করে দিয়েছে।

এই প্রতিবেদনে নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হল। সরকারের নয়া নিয়মও এই প্রতিবেদনে জানানো হল-

নয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির নয়া নিয়মে বেশ কিচু রদবদল আনা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে RTO তে গিয়ে কোনও ধরনের ড্রাইভিং টেস্ট দেওয়ার প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে পরিবহণমন্ত্রক নয়া নিয়মের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নয়া এই নিয়ম এই মাস থেকেই লাঘু হয়ে গিয়েছে। আর নয়া এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে RTO অফিসে গিয়ে বসে থাকার কোনও প্রয়োজন হবে না।

শুধু তাই নয়, দিনের পর দিন ড্রাইভিং লাইসেন্স করার জন্যে কোনও দালালকেও আর ধরতে হবে না।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ড্রাইভিং লাইসেন্সের জন্যে কোনও RTO অফিসে গিয়ে যদি আবেদন করে থাকেন আর তা যদি

এখনও না পান তাহলে এখনও অনুমোদন প্রাপ্ত ড্রাইভিং ট্রেনিং স্কুলে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্যে স্কুলে ট্রেনিং নিতে হবে।

ওখানে দেওয়া টেস্টে পাস করতে হবে। স্কুলের তরফে সমস্ত আবেদনকারীকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট অনুযায়ী আবেদনকারীকে একটা নিরিদষ্ট সময়ের মধ্যে লাইসেন্স তৈরি করে দেওয়া হবে।

ট্রেনিং সেন্টারের জন্যে সড়ক এবং পরিবহণ মন্ত্রকের তরফে বেশ কিছু গাইডলাইন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু শর্তও করে দেওয়া হয়েছে।

যেখানে ট্রেনিং সেন্টার থেকে শুরু করে ট্রেনিংয়ের সময় কি কি বিষয়ে জানাতে হবে তা বিস্তারিত ভাবে বলা হয়েছে।

অধিকৃত এজেন্সি সুনিশ্চিত করবে যেখানে টু হুইলার, থ্রি হুইলার এবং হালকা মোটরের জন্যে ট্রেনিং দেওয়ার জন্যে ট্রেনিং স্কুলের কাছে থাকতে নুন্যতম ১ একর জমি।

মধ্যম এবং, ভারী যাত্রী, লরি কিংবা ট্রাক্টরের জন্যে সেন্টারের কাছে দুই একর জমি থাকাটা বাধ্যতামূলক।

ট্রেনারকে অন্তত ১২ শ্রেণি পাশ করতে হবে। শুধু তাই নয়, কমপক্ষে পাঁচ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয়, ট্র্যাফিক নিয়মের সমস্ত ধারণা ট্রেনারের থাকা বাধ্যতামূলক।

মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি থিওরি রেখেছে। হালকা মোটর বাহন চালানোর ক্ষেত্রে পাঠক্রম সর্বোচ্চ চার সপ্তাহ পড়তে হবে।

ড্রাইভিং সেণ্টারগুলিকে এই পাঠক্রম দুটি ক্ষেত্রে দেওয়া হবে। বাকিটা প্রেকটিক্যালের মাধ্যমে নেওয়া হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *