বিধ্বংসী আগ্নিকাণ্ড দিল্লির চাঁদনি চকে, ৯ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন

বিধ্বংসী আগ্নিকাণ্ড দিল্লির চাঁদনি চকে, ৯ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন

ব্যুরো রিপোর্ট: ৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে। এখনও নেভেনি দিল্লির চাঁদনিচক বাজারের আগুন। দমকলের ৪০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনও বেশ কিছু জায়গায় ফায়ার পকেট রয়ে গিয়েছে। সেগুলি নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

যেখানে আগুন লেগেছে সেটি ইলেকস্ট্রিকের হোলসেল বাজার বলে জানা গিয়েছে। চারিদিকে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রে আনতে হিমসিম খাচ্ছেন দমকল কর্মীরা।গতকাল রাতে দিল্লির চাঁদনি চক মার্কেটের ইলেকট্রিকের হোলসেল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভাগীরথ প্লেস মার্কেটে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ১৮টি ইঞ্জিন। কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করলে দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। তাতেও পুরোপুরী নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। ৪০ টি ইঞ্জিন এক যোগে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।

এখনও একাধিক জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে।এলাকা জুড়ে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। যদিও রাতে আগুন লাগায় বাজারে লোক সমাগম ছিল না। সেকারণে বড় কোনও বিপর্যয় ঘটেনি।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এখনও উদ্ধার কাজ চলছে। অক্টোবর মাসে দিল্লির লেফটেন্যান্ট জেনারেল চাঁদনি চলক মার্কেটে দমকলের ইঞ্জিন রাখার পাশাপাশি অ্যাম্বুলেন্স রাখার নির্দেশও দিয়েছিলেন। চাঁদনি চক মার্কেটে এর আগেও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *