ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ড, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.১

ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ড, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.১

ব্যুরো রিপোর্ট:  ভূমিকম্প অনুভূত হল উত্তরাখণ্ডে। ভোরে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের উত্তরকাশী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। ভোর পাঁচটা নাগাদ অনুভূত হয়েছে কম্পন।

তবে হতাহতের কোনও খবর মেলেনি।হঠাৎ করে আজ কেঁপে ওঠে শৈলশহর। তখনও ভাল করে ঘুম ভাঙেনি উত্তরাখণ্ডবাসীর। ঘুমের মধ্যেই কম্পন বুছতে পেরে এনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

তবে হতাহতের কোনও খবর এখনও মেলেনি। গত ৫ ফেব্রয়ারি উত্তরাখণ্ডে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮।

সেদিন ভূমিকম্পের উৎস্যস্থল ছিল আফগানিস্তান-তাজাখস্তানের সীমান্ত এলাকা। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। সেই সম্পনের রেশ অনুভূত হয়েছিল নয়ডা, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে।

প্রায় গোটা উত্তর ভারত জুড়ে অনুভূত হয়েছিল সেই কম্পন। হিন্দুকুশ পর্বতমালার কাছেই ছিল উৎস্যস্থল।দফায় দফায় উত্তরাখণ্ড চরম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

মেঘ ভাঙা বৃষ্টি থেকে শুরু তুষারপাত, ধস, প্রবল বর্ষণ একের পর এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে উত্তরাখণ্ড। কেদারনাথের হৃদ ফাটার ঘটনা সকলের জানা।

ভয়ঙ্কর সেই বিপর্যয়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডের একাধিক জায়গা। ভয়ঙ্কর পরিস্থির সম্মুখীন হয়েছিল গোটা উত্তরাখণ্ড।

ভয়ঙ্কর তার পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্যের। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম। বাড়ি ঘর গুঁড়িয়ে গিয়েছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *