রাত পোহালেই মহা শিবরাত্রি, জেনে নিন পুজোর সময়

রাত পোহালেই মহা শিবরাত্রি, জেনে নিন পুজোর সময়

ব্যুরো রিপোর্ট:  মঙ্গলবার, ১ মার্চ মহা শিবরাত্রি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, শিবরাত্রি পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। প্রতি মাসে পালিত হয় মাসিক শিবরাত্রি। তবে ফাল্গুন মাসের মহা শিবরাত্রি ভক্তদের কাছে বিশেষ মহাত্ম্য রাখে।

এ দিন ছেলে থেকে মেয়ে সবাই নিয়ম মেনে শিবের পুজো করেন। দেখে নেওয়া যাক শিবরাত্রি পালনের শুভ সময়…মঙ্গলবার, ১ মার্চ ৩টে ১৬ মিনিটে শুরু হচ্ছে চতুর্দশী তিথি।এই তিথি সমাপ্ত হচ্চে ২ মার্চ সকাল ১০টায়।দেখে নিন নিশিতকালের পুজোর

শুভক্ষণনিশিতকালের পুজোর শুভক্ষণ হল মধ্যরাত ১২টা ০৮ মিনিট থেকে ১২টা ৫৮ মিনিট পর্যন্ত। দিনের পুজো করার সময় হল বেলা ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত।

দেখে নিন চার প্রহরে মহাশিবরাত্রির পুজোর সময়প্রথম প্রহর চলবে ১ মার্চ ৬টা ২১ মিনিট থেকে রাত ৯টা ২৭ মিনিট পর্যন্ত।দ্বিতীয় প্রহর চলবে ১ মার্চ ৯টা ২৭ মিনিট থেকে ১২টা ৩৩ মিনিট পর্যন্ত।

তৃতীয় প্রহর চলবে ২ মার্চ রাত ১২টা ৩৩ মিনিট থেকে ভোর ৩টে ৩৯ মিনিট পর্যন্ত।চতুর্থ প্রহর চলবে ২ মার্চ ভোর ৩টে ৩৯ থেকে সকাল ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।পরাণের সময় হল ২ মার্চ সকাল ৬টা মিনিট থেকে।

মহা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় যা যা করতে হয়মহা শিবরাত্রির দিন সকালে উঠে স্নান করে পুজো দিতে হয়। উপবাসের সংকল্প করতে হয়।

পুজোর সময় চন্দনের প্রলেপ লাগিয়ে, এরপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। এর পর জল, গঙ্গাজল, দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়।

তার পরে বেলপাতা, ধুতুরা, আকন্দ অখণ্ড চাল অর্পন করুন। এর পর প্রদীপ কর্পুর জ্বালিয়ে শিবের মন্ত্র জপ করতে হয়। পুজোর পর ঘুটে জ্বালিয়ে তিল, চাল ও ঘি মিশ্রিত আহুতি দিতে হয়।

জেনে নিন শিবরাত্রির মাহাত্ম্যহিন্দু শাস্ত্র মতে, এই দিন শিব লিঙ্গ প্রকট হয়েছিল। তাই এই দিন শিবলিনের পুজো করা হয়। আবার মনে করা হয়,

এই বিশেষ দিনে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এদিনেই পরম ব্রহ্ম স্বরূপ থেকে নিজের সাকার রুপ ধারণ করেছিলেন শিব। এই দিনে শিবলিঙ্গে জলাভিষেক ও রুদ্রাভিষেক করলে ভক্তদের মস্কামনা পূর্ণ হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *