ভারতে করোনা গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী, সুস্থতার হারে মিলছে স্বস্তি

ভারতে করোনা গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী, সুস্থতার হারে মিলছে স্বস্তি

ব্যুরো রিপোর্ট:  ক্রমেই কিন্তু দেশে কমছে মহামারির ধাক্কা। আর খারাপ পরিস্থিতি কাটিয়ে সুস্থের পথে ভারত। কোভিড গ্রাফে কিন্তু বড়সড় পতন দেখতে পেয়েছে দেশবাসী। এবার করোনার সংখ্যা কিন্তু সামান্য বাড়তে দেখা গেল। দেশে ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৪ জন।

গতকাল মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২২৩ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার ভারতে ৬ হাজার ৯১৫ জন আক্রান্তের মধ্যে ১৮০ জন মারা গেছেন বলে জানা গিয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬৮০ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহারাষ্ট্রে ৬৭৫ জন করোনা আক্রান্তের মধ্যে ১০৪ টি ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লক্ষ ৬৬ হাজার ৩৮০ জন।

মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭০৬। সোমবার মহারাষ্ট্রে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। সেই সঙ্গে চার জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ১০৪ টি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও পাওয়া গেছে।পুনে থেকে ৪১ জন, ১২ জন সিন্ধুদুর্গ জেলা, ঔরঙ্গাবাদ থেকে ১৪ , মুম্বই থেকে ১১ ,

থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ৫ টি করোনার রিপোর্ট করা হয়েছে। তবে রাজ্যে কিন্তু ৪ হাজার ৭৭৩ টি ওমিক্রন আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। তবে ৪ হাজার ৫০৯ জন কিন্তুন করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন।

একদিনে ১ হাজার ২২৫ জন করোনা রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ১২ হাজার ৫৬৮ জন। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১০৬ জন। মুম্বইতে নতুন করে ৭৭ জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে।

পুনেতে ১২৮ জনের করোনা রিপোর্ট সামনে এসেছে। তবে, নতুন করে এই দুই শহরে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।স্বাস্থ্য অধিদপ্তর দপ্তর সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুতে কিন্তু মঙ্গলবার করোনার নতুন করে সংক্রমণ রেকর্ড দেখা গেছে।

৩৪৮ জন নতুন করে করোনা আক্রান্তের খবর মিলেছে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৪৯ হাজার ৭২১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬ জন।

আসাম, বিহার ও বাংলাদেশ থেকে ৫ জন সংক্রামিত ব্যক্তি ফিরে এসেছেন।বুলেটিন অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫ জনের বেশি নতুন কেসের সন্ধান পাওয়া গেছে।

চেন্নাইয়ে ৯২ টি নতুন কেসের জন্য সংখ্যা, ৫১ টি কোভিড কেসের সংখ্যা দেখা গেছে কোয়েম্বাটোরে। তবে, আগের থেকে দেশের কোভিড গ্রাফ অনেকটাই কমেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *