স্কুটারে ‘০০০১’ নম্বর প্লেট লাগাতে ১৫ লক্ষ টাকা খরচ!

স্কুটারে ‘০০০১’ নম্বর প্লেট লাগাতে ১৫ লক্ষ টাকা খরচ!

ব্যুরো রিপোর্ট:  দামি বাইক ডুকাটি, ট্রায়াম্ফ নয়। অতি সাধারণ হোন্ডা অ্যাকটিভা। তাতেই বিশেষ নম্বর প্লেট লাগাতে ১৫ লক্ষ টাকা খরচ করলেন চন্ডীগড়ের ব্রিজ মোহন। সবাই বলছেন, টাকা থাকলে কী না হয়!বছর ৪২-এর ওই ব্যক্তি নিলামে নম্বর প্লেটটি কেনেন।

লাগাবেন মাত্র ৮০ হাজার টাকার এন্ট্রি লেভেল স্কুটারে। চন্ডীগড় রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্স অথরিটির নিলামে ‘CH01-CJ-0001’ নম্বর প্লেটের জন্য ১৫.৪৪ লক্ষ টাকা দর হাঁকেন। গত ১৪ এপ্রিল থেকে ১৬ ই এপ্রিল এই নিলাম চলে।

সেখানে নিজের অ্যাকটিভার জন্য ৫০ হাজার টাকা দিয়ে ০০০১ নম্বরটি রিজার্ভ করেন ওই ব্যক্তি। শেষমেশ বিপুল দর হেঁকে নিলামটি জিতেও নেন।ব্যাপারটা হজম করতে পারছেন না রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্স অথরিটির অফিসের কর্মীরাও।

তবে ব্রিজ মোহন জানিয়েছেন, পরে অন্য দামি গাড়িতে এই নম্বরটি ব্যবহার করার পরিকল্পনা তাঁর। এই নিলামে কিন্তু এটা সবচেয়ে দামি নম্বর প্লেট নয়। সবচেয়ে বেশি দর উঠেছিল ‘৩৭৮’-এর। নিলামে এর দাম ওঠে ১.৫ কোটি টাকা। অন্যদিকে ‘CH-01-CJ-002’-এর দর ওঠে ৫.৪ লক্ষ টাকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *