গতকালের চেয়ে কমল দৈনিক করোনা সংক্রমণ, মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রন আক্রান্তের হদিশ

গতকালের চেয়ে কমল দৈনিক করোনা সংক্রমণ, মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রন আক্রান্তের হদিশ

ব্যুরো রিপোর্ট:  গতকালের চেয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭,০৮৪ জন। গতকাল দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৭১,৩৬৫ জন।

এদিকে আবার মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। এদিকে আজ থেকেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে।

উত্তর প্রদেশে চলছে প্রথম দফার ভোট গ্রহন।দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ফের নিম্নমুখী। কিন্তু করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১২৪১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৬৭,৮৮২ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৭,৯০,৭৮৯ জন। দৈনিক পজিটিভিটি রেড বেড়ে হয়েছে ৪.৪৪ শতাংশ। ইতিমধ্যেই দেশে ১৭১ কোটি মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে।বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,১৪২ জন। গতকাল ৬ হাজারের নীচে পৌঁছে গিয়েছিল মহারাষ্ট্রের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৯২ জন।

সেটা গত কয়েকদিনে ৫০-র কাছাকাছি ঘোরা ফেরা করছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে মারা গিয়েছে ১ জন। নতুন করে ওমিক্রন সংক্রমণের হদিশ মেলায় উদ্বেগ বেড়েছে।

করোনা সংক্রমণের থার্ড ওয়েভ নিয়ে এসেছিল এই ওমিক্রন ভ্যারিয়েন্ট। তার রেশ ধীরে ধীরে কমে এলেও একেবারে নির্মূল হয়ে যায়নি। এদিকে আবার বিজ্ঞানীরা দাবি করেছেন এর পরে যে ভ্যারিয়েন্ট আসছে তা আরও ভয়ঙ্কর হতে চলেছে।

অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণ ভয়ানক আকার নেবে ভারতে। কেরলেও করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। রবিবার থেকেই অনেক কিছুতে ছাড় দেওয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সব খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কেরল সরকার।

কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। তারপরেই লকডাউনের পথে হাঁটে রাজ্য সরকার। করোনা সংক্রমণ কমে আসায় একাধিক রাজ্যে বিধি নিষেেধ ছাড় দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গেও খুলে দেওয়া হয়েছে স্কুল- কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

একাধিক বিধিনিষেধা ছাড় দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের মধ্যেই আজ থেকে শুরু হ উত্তর প্রদেশের ভোট গ্রহণ পর্ব। প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে। করোনা সংক্রমণের কারণে উত্তর প্রদেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব রকম প্রচার সভা,

রোড শো-তে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। করোনা বিধি মেনেই ভোট গ্রহণ হচ্ছে। ভিড় কমাতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। সেই সঙ্গে ভোটারদের স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হচ্ছে।

মাস্ক পরে বুথে ভোট দিতে যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সেই মত ভোট কেন্দ্রে ভোটারদের সতর্ক করা হচ্ছে। করোনা সংক্রমণের কারণে একাধিক প্রবীণ নাগরিকের এবার পোস্টা ব্যালটে ভোট গ্রহণ হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *