আজ মেয়োরোডে এক মঞ্চে মমতা-অভিষেক, ছাত্র সমাজকে কোন বার্তা দেবেন টিএমসি সুপ্রিমো

আজ মেয়োরোডে এক মঞ্চে মমতা-অভিষেক, ছাত্র সমাজকে কোন বার্তা দেবেন টিএমসি সুপ্রিমো

ব্যুরো রিপোর্ট:  আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে আজ মেয়োরোডে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এই সংকট জনক পরিস্থিতিতে যুব সমাজের মনে আস্থা টিকিয়ে রাখতে কী বার্তা দেবেন মমতা- অভিষেক সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।

নতুন বার্তার অপেক্ষা করে রয়েছেন ছাত্র যুবরারবিবার অর্থাৎ ২৮ অগাস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার জন্য রবিবারই টুইট যুব সংগঠনকে বার্তা দিয়েেছন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিিন লিখেছিলেন, ‘টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানাই।

তৃণমূল পরিবারের তোমাদের অবদান সবার কাছেই মূল্যবান। তোমরা আমাদের গর্ব। কখনও হাল না-ছেড়ে মানুষের জন্য এবং জাতির জন্য লড়াই চালিয়ে যাও।’সোমবার মেয়োরেডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টিএমসিপির ছাত্র-যুবদের উদ্দীপিত রাখতেই মমতা অভিষের এক মঞ্চে সভা করবেন বলে মনে করা হচ্ছে। গতকাল রাতেই মেয়োরোডের সভাস্থল পরিদর্শন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এই সভামঞ্চ থেকেই ২০২৪-র লোকসভা ভোটের লড়াই কোন পথে তার বার্তা দেবেন মমতা-অভিষেক।সামনেই পঞ্চায়েত নির্বাচন ।

তারপরেই রয়েছে ২০২৪-র লোকসভা ভোট। তাতে বড় ভূমিকা নেবে ছাত্র যুবরাই। সেকারণেই আগে থেকেই স্লোগান তৈরি করা হয়েগিয়েছে। ‘চব্বিশে লক্ষ্য চব্বিশ’ নতুন স্লোগান নিয়েই সোমবার টিএমসিপি ছাত্র পরিষদের মঞ্চে নামছেন মমতা- অভিষেক।

দুপুর ১২টা থেকে শুরু হবে ধর্মতলায় টিএমসিপির সমাবেশ। সেখােন জেলা থেকেও ছাত্র-যুবরা আসবে। নতুন স্লোগানের আরো একটি তাৎপর্য হল এবার ২৪ বছরে পা দিল টিএমসিপি।

কাজেই ২০২৪-র লোকসভা ভোটের টার্গেেট ২৪ বছরের পুরনো ছাত্র সংগঠন যে পুরো দমে বিেরাধীদের মোকাবিলায় নামবে সেই বার্তাও স্পষ্ট হয়ে গিয়েছে এই স্লোগানে।একের পর এক দুর্ণীতি প্রকাশ্যে আসছে।

এসএসসি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার সঙ্গীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বেশ চাপে রয়েছে শাসক দল।

ইতিমধ্যেই একাধিক নেতা প্রকাশ্যই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কাজেই এই পরিস্থিতিতে ছাত্র যুূবদের মধ্যে আস্থা এবং ভরসা টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *