অন্ধ্রপ্রদেশে ২০০ কোটি টাকার গাঁজা পোড়াল পুলিশ,

অন্ধ্রপ্রদেশে ২০০ কোটি টাকার গাঁজা পোড়াল পুলিশ,

ব্যুরো রিপোর্ট:  বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুড়িয়ে দিল পুলিশ। সেই গাঁজার পরিমাণ হল ২ লাখ কেজি। যার বাজার মূল্য হল ২০০ কোটি টাকারও বেশি। শনিবার অন্ধ্রপ্রদেশ পুলিশ এই গাঁজা পোড়ায়।

পুলিশের তরফে এই ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে নেটমাধ্যমে।সূত্রের খবর, দক্ষিণের এই রাজ্যের বিভিন্ন গ্রামে মাওবাদীরা গ্রামবাসীদের গাঁজা চাষে উৎসাহিত করত।

ওড়িশার ২৩টি জেলা এবং অন্ধ্রের বিশাখাপত্তনম জেলার ১১টি মণ্ডলে বেআইনিভাবে গাঁজা চাষ হচ্ছিল। এই সব জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশে ডিজি গৌতম সাওয়াং বলেন, ‘পুলিশের ৪০৬টি বিশেষ দল ১১টি মণ্ডলের ৩১৩টি গ্রামে গাঁজা বাগান ধ্বংস করেছে। অন্ধ্র-ওড়িশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ এবং মাদকের অবৈধ চোরাচালানে জড়িত রয়েছে।

’পুলিশের তরফে আরও জানানো হয়েছে, বেআইনি গাঁজা চাষ করার জন্য ইতিমধ্যে দেড় হাজার জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ৫৭৭টি। গাঁজা পাচারের জন্য ব্যবহৃত ৩১৪টি গাড়ি আটক করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *