দেশের দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লক্ষ ছুঁই ছুঁই , মৃতের সংখ্যা বেড়ে ৭০৩

দেশের দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লক্ষ ছুঁই ছুঁই , মৃতের সংখ্যা বেড়ে ৭০৩

ব্যুরো রিপোর্ট:  গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৪৭,২৫৪ জন। গতকালের চেয়ে ২৯,৭২২জন বেশি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৭০৩ জন। গতকাল সংখ্যাটা ৫০০-র কাছাকাছি ছিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৫১,৭৭৭ জন।দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী।

হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেরল তো থার্ড ওয়েভে করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছে গিয়েছে। ২০২০ সালের পর রেকর্ড সংক্রমণ কেরলে। দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯,৬৯২-এ পৌঁছে গিয়েছে।

গতকালের চেয়ে ৪.৩৬ শতাংশ বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দৈনিক পজিটিভি রেট ১৭.৯৪ শতাংশ হয়ে গিয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০,১৮,৮২৫ জন। এদিকে করোনা সংক্রমণের মধ্যেই সোমবার থেকে মহারাষ্ট্রের সব স্কুল খুলে যাচ্ছে।

মহারাষ্ট্র সরকার গতকালই এই এই নির্দেশিকা জারি করেছিল। মহারাষ্ট্রে এদিকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,১৯৭ জন। তারমধ্যে একদিনে আবার ওমিক্রন সংক্রমিত হয়েছেন ১২৫ জন। ৩৭ জন করোনা সংক্রমণে মারা গিয়েছেন।

রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার জন।গোয়াতে পজিটিভিটি রেট ৪১শতাংশ হয়ে গিয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৩৩৯০ জন। রাজস্থানে করোনা ভাইরাসের সংক্রমণে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা বেধে দেওয়া হয়েছে।

আগে ৫০ জন আমন্ত্রিতের অনুমতি দেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ১০০ করা হয়েছে। সপ্তাহান্তের কার্ফ এখন কেবল মাত্র পুরসভা এলাকাগুলিতে করা হচ্ছে। রাত ১১টা থেকে ভোট ৫ টা পর্যন্ত করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ছত্তিশগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৫ জন। ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা বিধি কড়া করেছে তেলঙ্গানা সরকার।এদিকে ব্রিটেন সরকার গোটা দেশে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নিয়েছে।

ব্রিটেনে এখন মাস্ক ছাড়াই ঘুরবেন সকলে। এবং সবরকম কার্ফুও তুলে নেওয়া হয়েছে। করোনা নিয়েই চলবে দেশ। জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারত যদিও এখনও সেই সাহসী পদক্ষেপ করতে পারেনি।

সেকারণে করোনা বিধিনিষেধ বাড়িয়ে চলেছে। তবে করোনা টিকাকরণ দ্রুত শেষ করার চেষ্টা করে চলেছে। বিহার সরকার ৬ জানুয়ারি পর্যন্ত করোনা বিধিনিষেধ বহাল রেখেছে।

দক্ষিণের অভিনেতা দুলকার সলমানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *