বন্যার কারণে বিপর্যস্ত অসম, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০৭

বন্যার কারণে বিপর্যস্ত অসম, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০৭

ব্যুরো রিপোর্ট:  উত্তর-পূর্বের রাজ্য অসমে বন্যা পরিস্থিতি রাতের ঘুম কেড়েছে প্রশাসনের। ইতিমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই দুর্যোগের কারণে। গত চব্বিশ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যুর খবর মিলেছে।

ফলে অসমে বন্যা ও ধসের কারণে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০৭।অসমের শিলচরের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। সেখাঙ্কার বেশ কিছু এলাকায় জলের তলায় চলে গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন,

শিলচরে জলবন্দি হয়ে থাকা মানুষদের জন্য গোয়াহাটি থেকে রোজ এক লক্ষ জলের বোতল বায়ু সেনার বিমানে করে সেখানে পাঠানো হবে। শিলচরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ার কারণে সেখানে জলের সমস্যা দেখা দিয়েছে।

বিদ্যুৎহীন হয়ে গিয়েছে একাধিক এলাকাও। প্রবল বৃষ্টি। তার পরে বন্যা ও ধসের কারণে অসমে ৪৫ লক্ষের বেশি মানুষ সমস্যায় পড়েছেন। ইতিমধ্যে তিন লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। অসমের ৩০টি জেলা বন্যার জলে ভেসে গিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *