রিপোর্ট -দেবাঞ্জন দাস: আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শিশুদের জন্য ১০ তম কলকাতা ইন্টারন্যাশনাল চিল্ডেন্স ফিল্ম ফেস্টিভাল। শনিবার এই সম্পর্কে এক সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
করোনা মহামারীর জন্য কিছুটা প্রভাবিত হলেও আবার রাজ্য সরকারের প্রচেষ্টায় শুরু হলো এই উৎসব। উৎসব চলবে ২৯ শে জানুয়ারি পর্যন্ত। নন্দন ১,২,৩; রবীন্দ্র সদন; শিশির মঞ্চ; রবীন্দ্র ওকাকুরা ভবন; চলচ্চিত্র শতবর্ষ ভবন এবং রবীন্দ্র তীর্থ এই প্রেক্ষাগৃহগুলিতে সবমিলিয়ে ১১১ টি ছবি দেখানো হবে ।
মোট ত্রিশটি দেশের ছবি দেখানো হচ্ছে এই ফিল্ম ফেস্টিভালে। সবকটি জায়গায় দুপুর বারোটা, দুপুর তিনটে এবং সন্ধ্যে ছটা এই তিনটি সময়ে ছবি দেখানো হবে। আগামী ২৫ শে জানুয়ারি বৃহস্পতিবার নন্দন ১ এ বিকেল পাঁচটার সময় এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে।
উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ইন্দ্রনীল সেন, সন্দীপ রায়, অর্পিতা ঘোষ তার সাথে উদ্বোধন করবেন উঙ্কিতা খাওয়াস ( Ungkita Khawas)।
উদ্বোধনী ছবি হিসেবে সৌরভ রায় পরিচালিত গুরাস ছবিটি দেখানো হবে।
এই উৎসব চলাকালীন গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় প্রত্যেকদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত শিশুদের জন্য থাকছে ” হাতে-কলমে সিনেমা” এই শীর্ষক প্রদর্শনী।
এই উৎসবে ৩৬ টি ছবি ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম থাকছে।