১৩ কোটি টাকা কিলো ‘গোল্ডেন টি’! শীঘ্রই ভারতে আসছে

১৩ কোটি টাকা কিলো ‘গোল্ডেন টি’! শীঘ্রই ভারতে আসছে

ব্যুরো রিপোর্ট:  ১৩ কোটি টাকা কিলো এই চায়ের দাম। লন্ডন টি এক্সচেঞ্জের এই ‘গোল্ডেন টি’ শীঘ্রই ভারতে আসছে। এই চায়ের আসল নাম ‘গোল্ডেন বেঙ্গল টি’।

বাংলাদেশের সিলেটে এই চা চাষ হয়। বিশ্বের অন্যতম সুগন্ধী চা এটি। সেই সঙ্গে এই চায়ের পাতায় সোনার প্রলেপ দেওয়া হয়।দিল্লি ও বেঙ্গালুরুতে শাখা খুলবে বলে জানিয়েছে ‘লন্ডন টি এক্সচেঞ্জ’।

পরে কলকাতা, মুম্বই ও হায়দরাবাদেও শাখা খোলা হবে বলে জানিয়েছে সংস্থা। সংস্থা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় চা। আর ভারতে সবচেয়ে বেশি মানুষ চা পান করেন।

সেই কারণেই ভারতে বিপুল ব্যবসার সম্ভাবনা দেখছেন তাঁরা। শুধুমাত্র এই দামি চা-ই নয়, আমজনতার কিছুটা নাগালের মধ্যেই চা পাওয়া যাবে এই শাখাগুলিতে। শীঘ্রই ভারত জুড়ে ৫০টি আউটলেটেরে পরিকল্পনা সংস্থার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *