করোনার সংক্রমণ দেশে ফের শিখরে, বাড়ছে ওমিক্রনও! সক্রিয়ের সংখ্যা ১৫ লক্ষ পার

করোনার সংক্রমণ দেশে ফের শিখরে, বাড়ছে ওমিক্রনও! সক্রিয়ের সংখ্যা ১৫ লক্ষ পার

ব্যুরো রিপোর্ট:  ওমিক্রনের হাত ধরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। নতুন বছরের শুরু থেকেই ফের করোনা মহামারী সাংগাতিক রূপ নিয়েছে। ১৫ দিনেই তা শিখরে পৌঁছে গিয়েছে। রবিবার করোনার দৈনিক সংক্রমণ ২ লক্ষ ৭০ হাজারের ঊর্ধ্বে।

এদিন সংক্রমণ গতদিনের তুলনায় প্রায় আড়াই হাজার বেশি। বৃদ্ধির হার কমেছে, এটাই যা স্বস্তি।বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ২,৭১,২০২ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ২৩৬৯ জন বেশি।

করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে ‘ডেলমিক্রনে’র জোড়া স্রোত।করোনার মোট সংক্রমণ ইতিমধ্যে পার করেছে সাড়ে তিন কোটি।

এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৭১,২২,১৬৪। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের সংখ্যা মোট ৭৭৪৩। এদিন ২৮ শতাংশ বেড়েছে ওমিক্রন। ওমিক্রন আক্রান্ত হয়েছে ১৭০২ জন।

তার কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ২ লক্ষ ৭০ হাজারের উপরে উঠে গিয়েছে। এদিন পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৬.২৮ শতাংশ।ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে।

তবে এদিন দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু কমেছে। করোনায় মৃতের সংখ্যা গতদিন ৪৩০ ছিল। করোনার দৈনিক মৃতের সংখ্যা কমে এদিন ৩১৪ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৬,০৯৪-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৫০,৮৫,৭২১-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে।

সম্প্রতি যেভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা।ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার। সেখান থেকে এদিন সংক্রমণ পৌঁছে গেল ২ লক্ষ ৭০ হাজারে।

পজিটিভিটি রেট বেড়ে ১৬.২৮ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭। দেশে মোট ১৫৬ কোটিরও বেশি করোনা ভ্যাকসিন হয়েছে।করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্রে।

করোনার সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে। তারপরে রয়েছে কেরালা। পশ্চিমবঙ্গ রয়েছে ৬ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের নিচে রয়েছে উত্তরপ্রদেশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *