এক অভিনব উদ্যোগ; কাটছাঁট পুজোর বাজেটে; খুঁটি পূজার দিন উদ্বোধন হলো অ্যাম্বুলেন্স পরিষেবার

এক অভিনব উদ্যোগ; কাটছাঁট পুজোর বাজেটে; খুঁটি পূজার দিন উদ্বোধন হলো অ্যাম্বুলেন্স পরিষেবার

রিপোর্ট- দেবাঞ্জন দাস: মহামারীর জন্য দু’বছর অনারম্বর ভাবে বেশ কিছু পুজো কমিটি নিজেদের দুর্গাপুজো সেরেছে। এই বছর ফের আগের জাকজমক নিয়ে ফিরে আসছে দুর্গাপুজো। আবার দেখা যাবে পাড়ায় পাড়ায় পূজোর লড়াই।

কে কত বাজেটের পুজো করেছেন, কিংবা কে কত ভালো করে প্যান্ডেল সাজিয়েছেন সেই নিয়ে চলবে শারদসম্মান পুরস্কারের লড়াই। কিন্তু কলকাতা শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত হাওড়া শিবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটি।

তারা নিজেদের দুর্গাপুজোর সামগ্রিক বাজেটকে কাটছাঁট করে মানুষের জন্য খুব কম খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করল। গত ৪ সেপ্টেম্বর রবিবার এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্ভোধন হলো ।

কোনরকম সরকারি সাহায্য ছাড়াই তারা এই এম্বুলেন্স পরিষেবা চালু করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূলত যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে এলাকার সাধারণ আমজনতা।

যারা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন। সংগঠনের কর্তৃপক্ষ নিজেদের কৃতিত্ব দিতে নারাজ, তাদের কথায় আমাদের থেকে সবচেয়ে বেশি কৃতিত্ব যাদের , তারা হলেন আমাদের এলাকাবাসী।

এই অ্যাম্বুলেন্স পরিষেবার সাথে সাথে এই বছরের দুর্গাপূজার খুঁটি পুজো হয়ে গেল তাদের। এলাকাবাসীর কথায় দুর্গাপূজার প্রাক্কালে টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটির এই ধরনের উদ্যোগ শারদ সম্মান পাওয়ার থেকে কোন অংশে কম নয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *