ভয়ঙ্কর তুষারপাতে সিকিমের ছাঙ্গুতে আটকে প্রায় ৩০০ পর্যটক! গভীর রাত পর্যন্ত উদ্ধারে ভারতীয় সেনা

ভয়ঙ্কর তুষারপাতে সিকিমের ছাঙ্গুতে আটকে প্রায় ৩০০ পর্যটক! গভীর রাত পর্যন্ত উদ্ধারে ভারতীয় সেনা

ব্যুরো রিপোর্ট:  বেড়াতে গিয়ে বিপদের মধ্যে পর্যটকরা! ভয়ঙ্কর তুষারপাতের কারনে ছাঙ্গুতে আটকে প্রায় ৩০০ পর্যটক। বড়দিনের লম্বা ছুটিতে অনেকেই সিকিম হয়ে ছাঙ্গু লেক ঘুরতে যায়। কিন্তু হঠাত করেই ব্যাপক তুষারপাত শুরু হয়ে যাওয়াতে বিপদের মুখে পর্যটকরা। সেখানেই আটকে যান তাঁরা।

যদিও ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। বিকেল থেকে বরফ কেটে পর্যটকদের উদ্ধার কাজ শুরু করে বাহিনীর জওয়ানরা। অনেক রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কতজন পর্যটককে উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।

ভারতীয় সেনার তরফে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সবাই নিরাপদেই রয়েছে বলে জানা যাচ্ছে।অন্যদিকে আটকে পড়ায় পর্যটকদের তালিকাতে কতজন বাঙালি রয়েছে তাও জানা যাচ্ছে না।

জানা যাচ্ছে, প্রশাসনের তরফে বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করে। সেই মতো একাধিক জায়গাতে তুষারপাত শুরু হয়। আর পরিস্থিতি দ্রুত খারাপ হতেই একগুচ্ছ ব্যবস্থা নেয় সিকিম প্রশাসন।

বিপদের আশঙ্কায় নাথু লা যাওয়ার সমস্ত অনুমতি বাতিল করা হয়। আর তা বাতিল করতেই গোটা ভিড়টাই চলে যায় ছাঙ্গুর দিকে। মারাত্মক ভাবে ভিড় বাড়তে থাকে।কিন্তু দুপুরের পর থেকে সেখানেও আবহাওয়া বদলাতে শুরু করে। ব্যাপক তুষারপাত শুরু হয়।

ফলে পর্যটকরা ছাঙ্গুতেই আটকে পড়ে। বরফে চাদরে সমস্ত রাস্তা আটকে যায়। এমনটাই শোনা যাচ্ছে। আর এর কারনেই সমস্ত গাড়ি আটকে যায়। আর কেউ ই ছাঙ্গু থেকে বের হতে পারেনি।অন্যদিকে পরিস্থিতির কারনে ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থাও।

নেটওয়ার্কের অবস্থা কার্যত বিপরজস্ত হয়ে পড়ে। যদিও অন্য ভাবে যোগাযোগ করে সেনাবাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়। রাত পর্যন্ত সবাইকে উদ্ধার করে ছাউনিতে নিয়ে আসা হয়েছে। পর্যটকদের খাবার,

শীতের পোশাক এবং জরুরি চিকিৎসা পরিষেবা সেনার তরফে দেওয়া হয় বলেই সিকিম প্রশাসন সূত্রে খবর। সিকিম প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। এমনটাই জানা যাচ্ছে।পরিস্থিতির ঠিক হওয়ার পরেই কোন এলাকার কোণ পর্যটকরা রয়েছে তা স্পষ্ঠ হবে বলে জানা যাচ্ছে।

তবে ঘটনায় এখনও কেউ অসুস্থ হওয়ার খবর নেই বলেই জানা গিয়েছে। তবে উদ্বেগ একটা তৈরি হয়েছে।উল্লেখ্য গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল। দার্জিলিং সহ সিকিম সহ বিস্তির্ন অঞ্চলে ব্যাপক ঠান্ডা পড়তে শুরু করেও। কিন্তু ঠান্ডা উপেক্ষা করেই পর্যটকদের ঢল নেমেছে এই সমস্ত জায়গাতে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *