দিল্লির পর এবার পঞ্জাব! আপ সরকারের বিরুদ্ধে উঠল সিবিআই তদন্তের দাবি

দিল্লির পর এবার পঞ্জাব! আপ সরকারের বিরুদ্ধে উঠল সিবিআই তদন্তের দাবি

ব্যুরো রিপোর্ট:  একদিকে পশ্চিমবঙ্গে ইডি ও সিবিআই-এর তদন্তে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে, দিল্লি উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এরই মধ্যে পঞ্জাবে সিবিআই তদন্তের দাবি তুললেন শিরোমনি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল।

রাজ্যের শুল্ক বা এক্সাইজ পলিসি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।এই আবেদন নিয়ে কথা বলতে ইতিমধ্যেই পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখাও করেছেন তিনি। অন্তত ৫০০ কোটি কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করেছেন তিনি।মাস কয়েক আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত সিং মান।

তারপরই এমন দাবি জানালেন তিনি। এক্সাইজ পলিসি নিয়ে তিনি যে সিবিআই ও ইডির তদন্তের দাবি জানিয়েছেন, তা নিজেই টুইট করে জানিয়েছেন সুখবীর সিং বাদল।সুখবীর সিং বাদল টুইটে লিখেছেন, তিনি পঞ্জাবের রাজ্যপালের কাছে একটি মেমোরান্ডাম জমা দিয়েছেন।

সেখানে তিনি উল্লেখ করেছেন আপ সরকার অন্তত ৫০০ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়েছে। ওই পলিসি অবৈধ বলে দাবি করেছেন তিনি। সিবিআই মামলা করেছে বলেও উল্লেখ করেছেন টুইটে।সুখবীর সিং বাদল আরও জানিয়েছেন,

তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। তাঁর দাবি, দিল্লির এক্সাইজ পলিসি একেবারে পঞ্জাবের মতোই। পঞ্জাবের এক্সাইজ কমিশনারকে দিল্লিতে তলব করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, দিল্লির আবগারি কেলেঙ্কারিতে নাম জড়ানোয় উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।

কম্পিউটার, ফোন এবং বিভিন্ন সরকারি ফাইল বাজেয়াপ্তও করেছে কেন্দ্রীয় সংস্থা। দিল্লির প্রাক্তন আবগারি কমিশনার আরভ গোপী কৃষ্ণের বাড়িতেও তল্লাশি চালান হয়েছে। সিসোদিয়ার অধীনে আবগারি দফতর থাকায় তাঁর বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন বিরোধীরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *