অস্কারের মূল পর্বে মনোনয়ন পেয়েছে এক ভারতীয় ছবি

অস্কারের মূল পর্বে মনোনয়ন পেয়েছে এক ভারতীয় ছবি

ব্যুরো রিপোর্ট:  মঙ্গলবার প্রকাশিত হয় ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনীত ছবির তালিকা। জায়গা পেয়েছে ভারতীয় ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।

সেরা ছবির তালিকায় জায়গা পেতে পারে তামিল ছবি ‘জয় ভীম’, এই আশায় বুক বেঁধেছিল আপামর ভারতবাসী। কিন্তু পরে দেখা যায় সেরা ছবির তালিকায় জায়গা পায়নি জয় ভীম।

ডকুমেন্টারি ফিচার বিভাগে শেষ পাঁচে জায়গা করে নিয়েছে দুই ভারতীয় পরিচালকের তৈরি ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। দুই পরিচালকের একজন রিন্টু থমাস এবং আরেকজন সুস্মিত ঘোষ।

ছবির নাম রাইটিং উইফ ফায়ার। এক দলিত সাংবাদিকের এক সংবাদপত্র ‘খবর লহরিয়া’ চালু করা ও সেই সংবাদপত্র সে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই নিয়েই চিত্রনাট্য।

এটি দুই পরিচালকেরঅস্কারে যাওয়ার আগে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রশংসা কুড়িয়েছে এই তথ্যচিত্র।

সবমিলিয়ে এখনও অবধি ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘রাইটিং উইথ ফায়ার’। সানডান্স ফিল্ম ফেস্টিভালে জ্যুরি ও অডিয়েন্স দুই বিভাগেই সেরা তথ্যচিত্রের তকমা পেয়েছে এই ছবি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *