সৌরভ ডোনার দীক্ষামঞ্জরিতে ‘সানার পুজো’-এ দিলেন অঞ্জলি, রোহিত-যশদের নিয়ে আত্মবিশ্বাসী দাদা

সৌরভ ডোনার দীক্ষামঞ্জরিতে ‘সানার পুজো’-এ দিলেন অঞ্জলি, রোহিত-যশদের নিয়ে আত্মবিশ্বাসী দাদা

ব্যুরো রিপোর্ট:  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কাল থেকে একদিনের সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০০তম একদিনের আন্তর্জাতিক খেলবে মেন ইন ব্লু। কাকতালীয় হলে এটাও ঘটনা যে, ভারত ৫০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে।

১০০০তম ম্যাচটি হচ্ছে সৌরভ যখন বোর্ড সভাপতি। সরস্বতী পুজোর রাতেই তিনি পৌঁছে যাচ্ছেন আমেদাবাদে।কলকাতায় থাকলে সরস্বতী পুজোর সকালটা সৌরভ গঙ্গোপাধ্যায় কাটান স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরির পুজোয়। কন্যা সানা এখন উচ্চশিক্ষার জন্য লন্ডনে।

ডোনা গঙ্গোপাধ্যায়ও রয়েছেন মেয়ের সঙ্গে। তাই দীক্ষামঞ্জরির সরস্বতী পুজোয় সকলেই মিস করছেন ডোনা-সানাকে। সৌরভও বললেন, সানা বাইরে পড়াশোনার জন্য, তবে এটা তো সানারই পুজো! সৌরভকে সরস্বতী পুজোয় পাঞ্জাবি পরিহিত অবস্থাতেই দেখা যায়। এদিন অবশ্য তাঁর পোশাক ব্যতিক্রমী।

সাদা টি শার্টের উপর সোয়েটার, পরনে নীল জিন্স।গতকাল এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। যদিও রাতে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, ইডেনের ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজনের ব্যাপারে বোর্ডের কাছ থেকে কোনও নির্দেশ আসেনি।

তবে সৌরভ এদিন সকালেও জানিয়ে দেন, ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কারণেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বিসিসিআই। বিশেষ করে একদিনের সিরিজ শুরুর আগে ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৮-৯ জনের করোনা পজিটিভ ধরা পড়ায় কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক রেখে ম্যাচ আয়োজনে সবুজ সঙ্কেত দিলেও।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালও রয়েছে। সৌরভ বলেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারত এখনও একটি ম্যাচেও হারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা। ম্যাচের ফল আগে থেকে বলা যায় না। তবে চলতি বিশ্বকাপে ভারত ভালোই খেলছে। রঞ্জি ট্রফি সাফল্যের সঙ্গে আয়োজনের ব্যাপারেও আত্মবিশ্বাসী বোর্ড সভাপতি।

ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন সেটাও এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন সৌরভ।ডোনা গঙ্গোপাধ্যায় লন্ডনে থাকলেও পুজোর প্রস্তুতির দিকে নজর রেখেছেন। তিনি ফেসবুক বার্তায় লিখেছেন, এবারের পুজোয় সকলকে মিস করছেন।

তবে তিনি না থাকলেও রঘুনাথ দাস সমস্ত শিক্ষার্থীদের নিয়ে পুজোর প্রস্তুতি চালিয়েছেন, ফোনে কথা হয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তবে এদিন যখন দীক্ষামঞ্জরির পুজো হয়েছে ইংল্যান্ডে তখন ভোর। ফলে ভার্চুয়ালিও পুজো লাইভ দেখা হয়নি ডোনা-সানার।

দীক্ষামঞ্জরির পুজোর বিশেষত্ব এখানে সরস্বতী প্রতিমার পাশেই রাখা থাকে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। যেহেতু ওডিশী নৃত্য শেখানো হয় তাই এই ব্যবস্থা বলে জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রতিমা এসে গিয়েছিল আগেই। ডোনার শিক্ষার্থীরাই আল্পনা এঁকেছেন।

সকাল থেকে ফল কাটা-সহ পুজোর সবরকম কাজ করোনাবিধি মেনেই করেছেন সকলে মিলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অঞ্জলি দিতে পেরেও তাঁরা খুশি। ডোনা গঙ্গোপাধ্যায়ের পিতাও উপস্থিত ছিলেন। পুজোর শেষে সকলে জমিয়ে ভোগ খেয়েছেন। খিচুড়ি, ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, পাপড়, গুলাব জামুন ছিল ভোগের তালিকায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *