ব্যুরো রিপোর্ট: অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনর বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। সোশ্যাল মিডিয়ায় তারই ছাপ ফেলে গেলেন অভিনেত্রী। নিজের ইনস্টা স্টোরিতে দিলেন একটা ছোট্ট ইঙ্গিত। জানা যাচ্ছে, ১২ ডিসেম্বর বিয়ে করছেন এই জুটি।
তবে, অঙ্কিতার ডেস্টিনেশন ওয়েডিংয়ের শখ থাকলেও করোনা পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে। বরং, মুম্বইয়েরই এক পাঁচতারা হোটেলে হবে বিয়ে। আর রিসেপশন হওয়ার কথা ১৪ ডিসেম্বর।
ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণ পত্রও পৌঁছে গিয়েছে সকলের কাছে।অঙ্কিতা বরাবরই জানিয়েছেন বিয়ের সাজ নিয়ে তাঁর রয়েছে নানা পরিকল্পনা। আর সেইমতো ডিজাইনার পোশাক আর গয়নাও বানাতে দেওয়া হয়েছে। ভিকির জন্য ডিজাইনার শেরওয়ানি থাকছে।
তিন বছরের বেশি সময় ধরে একে-অপরের সঙ্গে আছেন অঙ্কিতা-ভিকি। সুশান্ত সিং রাজপুতের সাথে ব্রেকআপের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, তাঁর জীবনের সেই খালি জায়গা পূরণ করেছেন ভিকিই। এমনকী প্রক্তন প্রেমিকের মৃত্যুশোক কাটিয়ে উঠতেও সাহায্য করেছেন অঙ্কিতাকে।