ফের টাকার দামে রেকর্ড পতন, ডলার প্রতি ৩৫ পয়সা কমেছে টাকার দাম

ফের টাকার দামে রেকর্ড পতন, ডলার প্রতি ৩৫ পয়সা কমেছে টাকার দাম

ব্যুরো রিপোর্ট:  টাকার দামে রেকর্ড পতন। ৩৫ পয়সা পড়েছে টাকার দাম। গতকালের পর আজ ফের পড়েছে টাকার দাম। সকালে বাজার খুলতেই টাকার দাম পড়তে শুরু করে। বুধবার ডলার প্রতি ৩৫ পয়সা কমে হয়েছে ৮২ টাকা। লাগাতার টাকার দামে পতনে শেয়ার বাজারে বিপুল ধাক্কা আসতে শুরু করেছে।টাকার দামে রেকর্ড পতন। গতকাল থেকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

গত কয়েক মাসে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। মার্কিন অর্থনীতিতে ধাক্কা আসার করণেই টাকার দামে এই পতন বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করায় আন্তর্জাতিক অর্থনীতি ধাক্কা খেতে শুরু করেছে। সেকারণেই টাকার দাম পড়তে শুরু করেছে।এদিকে এর জেরে প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।

শেয়ার বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। এক ধাক্কায় শেয়ার বাজারে তার প্রভাব পড়েছে। গতকাল শেয়ার বাজারের ব্যপক পতন হয়েছিল। বুধবারেও শেয়ার বাজারের ব্যপক পতন হয়েছে। তার অন্যতম কারণ টাকার দামের পতন। টাকার দামের লাগাতার পতন একেবারেই ভাল চোখে দেখছেননা অর্থনীতি বিদরা।টাকার দামের পড়তে শুরু করায় মুদ্রাস্ফীতি চরম আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। উৎসবের মরশুমে দাম বাড়তে শুরু করেছে একাধিক জিনিসের। দীপাবলির আগে সেই দাম আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই । দুর্গাপুজো বা নবরাত্রি শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। তার জেরে বাজার অগ্নিমূল্য।

একাধিক জিনিসের দাম বাড়ছে। বিশেষ করে খাদ্য দ্রব্যের দাম বাড়তে শুরু করেছে। চাল-ডালের দাম বেড়েছে অনেকটাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে হু হু করে।টাকার দামে পতনের জেরে জিডিপি গ্রোথে প্রভাব পড়বে দেশে। এমনিতেই একাধিক সংস্থা জিডিপি গ্রোথ কমিয়ে দিয়েছে ভারতের। যদিও ভারতীয় অর্থনীতিবিদরা সেকথা মানতে নারাজ। তাঁরা দাবি করে চলেছেন বছরের শেষে ভারতের আর্থিক গ্রোথ পর্যাপ্ত থাকবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *