ব্যুরো রিপোর্ট: হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। মোট আসন ৬৮। ১৯৯০ সাল থেকেই দেখা যাচ্ছে, এই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়। ২০১৭ সালে ক্ষমতায় এসেছিল বিজেপি।
এবারের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বিভিন্ন বুথফেরত সমীক্ষায়।আজ ভোট গণনা শুরু হতেই সেই পূর্বানুমান মিলে যাওয়ার ইঙ্গিত মিলছে।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে শাসক বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে। প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেসই এগিয়ে রয়েছে বিজেপির চেয়ে। শেষ পাওয়া খবর বিজেপি এগিয়ে রয়েছে ২৯টি আসনে, কংগ্রেস ৩৭টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ২টি আসনে।