রক্ত দান শিবিরের আয়োজন নবোদয় সংঘ – এর

রক্ত দান শিবিরের আয়োজন নবোদয় সংঘ – এর

রিপোর্ট -দেবাঞ্জন দাস: রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুঁদঘাট অঞ্চলের পূর্ব পুটিয়ারী নবোদয় সংঘ রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। সব মিলিয়ে মোট প্রায় ৭০ জন রক্তদাতা এদিন রক্ত দেন। রক্তদান ছাড়াও এ দিন সুগার, প্রেসার সহ ইসিজি পরীক্ষার ও ব্যবস্থা করা হয়।


এই দিন রক্তদান শিবির ঘুরে দেখেন কলকাতা পৌরসভার ১১ নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ১১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মন্ডল, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায়, ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার, সমাজসেবী পিন্টু বিশ্বাস প্রমূখ।

নবোদয় সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সংঘের সভাপতি গৌতম মুখার্জী বলেন, ” আমাদের রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা বহু বছর ধরেই এই রক্তদান শিবিরের আয়োজন করছি।

শুধুমাত্র বছরের রক্তদান শিবির ই নয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজের নবোদয় সংঘ সবসময় এগিয়ে থাকে। ভাইফোঁটার দিন ক্যান্সার আক্রান্ত শিশুদের উপহার এবং তাদের প্রয়োজনীয় কিছু জিনিস তুলে দিয়ে আমরা।

এছাড়াও বৃদ্ধাশ্রম এবং ব্লাইন্ড স্কুলেও আমরা সাহায্য করি আমাদের সাধ্য মত। আমাদের যতটা সাধ্য সেই মতন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। সবসময়ই মানুষের রক্তের চাহিদা হয়ে থাকে সেই চাহিদাকে আমরা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করি মাত্র।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *