মহারাষ্ট্রের নাসিকে বাসে আগুন! কমপক্ষে ১০ যাত্রীর মৃত্যু, আহত বহু

মহারাষ্ট্রের নাসিকে বাসে আগুন! কমপক্ষে ১০ যাত্রীর মৃত্যু, আহত বহু

ব্যুরো রিপোর্ট:  বাসে আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩২ জন। এদিন ভোরে নাসিকের ঔরঙ্গাবাদ রোডে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫ টা নাগাদ বাসটি একটি কন্টেনারকে ধাক্কা দেওয়ার পরে তাতে আগুন লেগে যায়।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে নাসিক-ঔরঙ্গাবাদ হাইওয়েতে একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

যাত্রীরা সেই সময় বাসেই ঘুমিয়ে ছিলেন। ফলে তাঁরা বাসের মধ্যে আটকা পড়ে যান। দগ্ধ অবস্থায় যাত্রীদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তবে খবর পাওয়া পরেই দমকল বাহিনী বাসের আগুন নেভানোর চেষ্টা করে। নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার অমল তাম্বে জানিয়েছেন এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

রাজ্যের মন্ত্রী দাদা ভুসে দুর্ধটনায় ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ২১ জন যাত্রী আহত হয়েছে। তাঁদের সবাইকে শহরের হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। পাশাপাশি মহারাষ্ট্র সরকারের তরফে এই ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *