ওমিক্রন বাড়লেও দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, ৫৭৫ দিনে সর্বনিম্ন সক্রিয়

ওমিক্রন বাড়লেও দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, ৫৭৫ দিনে সর্বনিম্ন সক্রিয়

ব্যুরো রিপোর্ট:  ওমিক্রন বাড়তে থাকলেও দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখীই রয়েছে ভারতে। ভারতের করোনা সংক্রমণ সাড় ৬ হাজারের নিচে। তবে দৈনিক মৃতের সংখ্যা তিনশোর উপরে এখনও। বুধবারের করোনা বুলেটিনে জানানো হয়েছে, সক্রিয় কমে ৫৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

করোনা সক্রিয় নেমে গিয়েছে ৮০ হাজারের নিচে।সম্প্রতি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দিয়েছে ভারতে। প্রতিদিনই বেড়ে চলেছে ওমিক্রন। কর্নাটক থেকে গুজরাত, দিল্লি থেকে মহারাষ্ট্র, এমনকী বাংলাতেও হদিশ মিলেছে ওমিক্রনের। ওমিক্রনের সংখ্যা বাড়তে বাড়তে ২০০ পেরিয়ে গিয়েছে।

তবে ওমিক্রন বাড়লেও সার্বিকভাবে করোনার সংক্রমণ কমছে ভারতে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছিল। এখন তা কমে ৬ হাজারের ঘরে রয়েছে।ভারত করোনামুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর এখনও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। এবার চ্যালেঞ্জ ওমিক্রনের। ওই ওমিক্রন বাড়তেই থাকছে। ওমিক্রনের বাড়বাড়ন্তে সবার উপরে রয়েছে দিল্লি। দিল্লিতে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। ওমিক্রন হানার মধ্যেও প্রতিদিন ধারাবাহিকভাবে কমেছে সক্রিয়ের সংখ্যাও। তবে মৃত্যুর গ্রাফ উপরেই রয়েছে।

করোনা আক্রান্তের তুলনায় করোনা মুক্তির সংখ্যা দেশে অনেকটাই বেশি।বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় সাড়ে ৬ হাজার করোনা সংক্রমণ হয়েছে। এদিনের পরিসংখ্যানে দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬৩১৭।

ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১। দেশে মৃতের সংখ্যা এদিন ৩১৮। বেশ কিছুদিন ধরে ৩০০-র উপরে ছিল মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৭৮,৩২৫ জনের।ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্বে উদ্বেগ, ৩০টিরও বেশি দেশে খোঁজ মিলেছে আক্রান্তের।

আমেরিকায় ৭৫ শতাংশই ওমিক্রন আক্রান্ত। তবে ওমিক্রম হানার মধ্যেও দেশের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি দেশের মধ্যে কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছিল। তাও ক্রমে নিয়ন্ত্রণে এসেছে। দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা নিয়ন্ত্রণে।তবে দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।

সক্রিয় রোগীর সংখ্যা কমে ৮০ হাজারের নিচে নেমে গিয়েছে বর্তমানে। করোনা সক্রিয় বর্তমানে ৭৮ হাজার ১৯০। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯০৬ জন।

দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ১ হাজার ৯৬৬। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *