গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভিটি রেট কমে হয়েছে ২.৬১ শতাংশ

গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভিটি রেট কমে হয়েছে ২.৬১ শতাংশ

ব্যুরো রিপোর্ট:  গতকালের চেয়ে সামান্য কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। তবে ৩০ হাজারের নীচে নামেনি। ৩০,৭৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪১ জন।

দেশের পজিটিভিটি রেট এখন ২.৬১ শতাংশ।করোনা সংক্রমণ গতকালের পর আজ ফের নিম্নমুখী দেশে। কমেছে পজিটিভিটি রেটও। মঙ্গলবার ৩০ হাজারের নীচে নেমে গিেয়ছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। সেটা বুধবার ফের বেড়ে যায়।

আবার মঙ্গলবার অনেকটাই কমেছে। তবে ৩০ হাজারের নীচে নামেনি দৈনিক করোনা সংক্রমণ। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা কমে গিয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৩৩,৯৮১ জন। বেড়েছে সুস্থতার সংখ্যাও।

সেই সঙ্গে দৈনিক করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও অনেকটা কমেছে।রাজ্যে রাজ্যে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিও। মহারাষ্ট্রের মত রাজ্যেও করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৭৪৮ জন। প্রতিবারই করোনা সংক্রমণে হটস্পট থেকেছে মহারাষ্ট্র। সেখানে এই বিপুল পরিমানে করোনা সংক্রমণে পতন আশা দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

মহারাষ্ট্রে এখনও ১১১ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ৪১ জন। গতকালের চেয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। কারণ গতকাল রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছিলেন ৩৫ জন।

১১১ জন ওমিক্রন আক্রান্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহারাষ্ট্রে। আহমেদ নগরে ২১ জন, নবি মুম্বইয়ে ১৯ জন, জালনা এবং যবতমলে ১৫ জন, ঔরঙ্গাবাদে ১০ জন, নাগপুর ও মুম্বইয়ে ৯ জন করে, ঠাণে পুরসভা এলাকায় ৬ জন, মিরা ভায়ান্দার পুরসভা এলাকায় ৩ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রয়েছেন।

ওদিকে ভোটমুখী পাঞ্জাবেও কমছে করোনা ভাইরাসের সংক্রমণ। পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন। তারমধ্যে মোহািলতে আক্রান্ত হয়েছেন ৫০ জন। ফজিলকায় ৩৭ জন এবং লুধিয়ানায় আক্রান্ত হয়েছেন ২৯ জন।

আর করোনা সংক্রমণে মারা গিয়েছেন ফরিদকোট, হোসিয়ারপুর, জলন্ধর এবং সাঙ্গুরে। পাঞ্জাবে ১৭০ জন করোনা রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে। তারমধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *