ব্যুরো রিপোর্ট: দিনের শুরুতেই আকাশ কালো করে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির শুরু ভোর থেকে। ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়েছে বাংলার কয়েকটি জেলায়। বাদ যাচ্ছে না কলকাতা।বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে।
দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।এদিন কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৬.৪ মিমি।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আরও সক্রিয় হয়ে আগামী দুদিন ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর দিয়ে যাবে।
মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।ঝাড়খণ্ড থেকে মৌসুমী অক্ষরেখা গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত।
এই মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপ একসঙ্গে হওয়ার কারণে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪৪-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৩-তে।