পরীমণি অভিনীত বাংলাদেশের ছবির গান নিয়ে বিতর্ক

পরীমণি অভিনীত বাংলাদেশের ছবির গান নিয়ে বিতর্ক

ব্যুরো রিপোর্ট:  সিয়াম-পরীমণি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান ‘তুই কি আমার হবি রে’ এই মুহূর্তে প্রবল জনপ্রিয়। এই গানের গীতিকার হিসেবেই বাংলাদেশে জাতীয় পুরস্কার পাচ্ছেন কবির বকুল।

গানটির প্রথম দু’লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘হঠাৎ দেখা’র— ‘রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে’। কবির বকুল ওই কবিতার দুই লাইন থেকে ‘আলো’ শব্দটি শুধু বাদ দিয়েছেন।

রবীন্দ্রনাথের কবিতা থেকে চুপচাপ দু’লাইন চুরি!কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, “যদি কেউ রবীন্দ্রনাথের দু’টি লাইন গানে ব্যবহার করে থাকেন তা হলে অবশ্যই তাঁর স্বীকৃতি দিতে হবে।

রবীন্দ্রনাথের নাম উল্লেখ করতে হবে। কেউ যদি এক বা দু’লাইন কোনও উদ্ধৃতি ব্যবহার করে থাকেন তা হলেও রবীন্দ্রনাথের নাম তাঁর উল্লেখ করা উচিত।

এই স্বীকৃতি যদি না দেওয়া হয় তা হলে কেউ অভিযোগ জানালে তা নিশ্চয় কপিরাইট আইন লঙ্ঘন করবে।” রাজা মনে করছেন এ ক্ষেত্রে আরও বড় অপরাধ রবীন্দ্রনাথের কবিতার লাইন টুকে তার থেকে কেবল ‘আলো’ শব্দ বাদ দিয়ে গানে তার ব্যবহার।

যদিও রবীন্দ্রনাথের রচনার স্বত্বর প্রতি বিধিনিষেধ আইনত এখন আর নেই।তবুও বাংলাদেশ সিনেমার গানে রবীন্দ্রনাথের গানের ব্যবহারকে ‘চুরি’ ছাড়া আর অন্য কিছু বলতে নারাজ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *