ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলি উদযাপন, ঋষি সুনকে বিরাট উপহার ভারতের

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলি উদযাপন, ঋষি সুনকে বিরাট উপহার ভারতের

ব্যুরো রিপোর্ট: রবিবার গোটা ভারত মেতেছিল দীপা্বলি উৎসবে। আলোর উৎসবকে আরও রঙিন করেছেন বিরাট-রোহিতরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে দেশবাসীকে দেওয়ালির উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। শুধু ভারত নয় দীপাবলি পালন হল ইংল্যান্ডেও। তাও খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবনেপ। ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে দীপাবলি পালন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ঋষি সুনক গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারত-ব্রিটেন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে সেই সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পেল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দীপাবলি উৎসবে আমন্ত্রিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দীপাবলির উপহারে চমক দিল ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে মিশে গেল ক্রিকেট, সৌজন্যে বিরাট কোহলি।

ভারতের বিদেশ মন্ত্রী তাঁর স্ত্রীকে নিয়ে উপস্থিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে। এস জয়শঙ্কর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে একটি গণেশের মূর্তি উপহার দেন। এছাড়াও বিরাট কোহলির সই করা ব্যাটও তিনি উপহার দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে ঋষি সুনকের।

তিনি কোহলির খেলার অনুরাগীও। তাই দীপাবলির উপহারে তাঁকে বিরাটের সই করা ব্যাট উপহার দিল ভারত।ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁকে জানিয়েছি। সাম্প্রতিক সময়ে ভারতে ও ইউনাইটেড কিংডম সক্রিয়ভাবে সম্পর্ককে যথাযথ রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে। মিস্টার আর মিসেস সুনাককে ধন্যবাদ জানাচ্ছি তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *