ব্যুরো রিপোর্ট: আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় মৎসজীবীকে গুলি করে খুন করল পাকিস্তানের নৌসেনা। এই ঘটনার খবর মিলতেই চূড়ান্ত সমালোচনা করা হয়েছে ভারতের তরফে।
দায়ের করা হয়েছে এফআইআরও।শনিবার বিকেলে গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই গুলি চালায় পাক নৌসেনা।
গুলির আঘাতে মৃত্যু হয় এক মৎসজীবীর, আহত হয়েছেন আরও এক মৎসজীবী। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।