অশনির তাণ্ডব, অন্ধ্র প্রদেশের শীকাকুলামের সমুদ্রে সৈকতে ভেসে উঠল সোনার রথ

অশনির তাণ্ডব, অন্ধ্র প্রদেশের শীকাকুলামের সমুদ্রে সৈকতে ভেসে উঠল সোনার রথ

ব্যুরো রিপোর্ট:  বঙ্গোপসাগরে তাণ্ডব চালাছে ঘুর্ণিঝড় অশনি। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত।

ইতিমধ্যে উপকূল এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই ঝড়ের মধ্যেই অন্ধ্র প্রদেশের শীকাকুলামের সমুদ্রে সৈকতে ভেসে আসল একটি রথ।অই রথটি ছিল সোনালী রঙের।

কিন্তু কি করে এবং কথা থেকে এই রথটি ভেসে এসেছে তা জানা যায়নি। সমদ্র থেকে ওই রথটিকে তলা হয় তটে। খবর পেয়ে সেখানে যান বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।

টাইমস অফ ইন্ডিয়া-র একটি রিপোর্ট অনুযায়ী, রথটি শ্রীকাকুলাম জেলার সূন্নাপল্লীর তটে প্রথমে ভেসে উঠেছিল এই রথটি।

প্রাথমিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরণের রথ দেখা যায়। মনে করা হচ্ছে ওই জায়গা গুলি থেকে রথটি ভেসে আসতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *